North 24 Parganas News: টিনের বাড়ি, শরীরে রয়েছে প্রতিবন্ধকতা, লটারির টিকিট বিক্রেতা হলেন চ্যাম্পিয়ন

Last Updated:

শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য পার্থর...

পার্থ কীর্তনীয়া
পার্থ কীর্তনীয়া
#উত্তর ২৪ পরগনা: শারীরিক প্রতিবন্ধকতা যে সাফল্যের পথে কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা আরও একবার প্রমাণ করল বাগদা থানার হেলেঞ্চার পার্থ কীর্তনিয়া। শারীরিক সমস্যাকে সঙ্গী করেই রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিশেষ বিভাগে, প্রথম স্থান অধিকার করলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায়, লটারির টিকিট বিক্রি করে বছর ৪৩ বয়সের পার্থর সংসার চলে কোনওরকমে।
দারিদ্র্যকে সঙ্গী করেই প্রতিদিনই চলে জীবন সংগ্রাম। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনের উপর বিশেষ আগ্রহ ছিল তার। কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময়েই সেই আগ্রহ দিক ভ্রষ্ট হয়ে যেত। তারমধ্যে থেকেই ব্যাট হাতে নিজের মতো করে অনুশীলন চালিয়ে যেতেন পার্থ।
advertisement
advertisement
কিন্তু দিন আনা দিন খাওয়া সংসারে ব্যাডমিন্টনের মতো খেলার খরচ জোগাড় করা, তার কাছে অনেক সময়েই কষ্টকর হয়ে পড়ত। আর তখনই মন খারাপ হয়ে যেত পার্থর। পার্থর এই প্রতিভা এবং প্রতিবন্ধকতার কথা জানতে পেরে এগিয়ে আসেন এক মানবিক চিকিৎসক ডা: ‌ইন্দ্রজিৎ মন্ডল। ডাক্তারবাবুর সহযোগিতায় এরপর থেকেই, নিজের অনুশীলন চালিয়ে যান পার্থ। আর সেই কঠোর পরিশ্রমের ফল মিলল এতদিনে।
advertisement
রাজ্য প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হওয়া রাজ্য প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন পার্থ। প্রতিযোগিতার এস.এল তিন বিভাগে অংশ নিয়ে রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে চমকে দেন পার্থ কীর্তনিয়া।
advertisement
এর আগে জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন পার্থ। কিন্তু কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে শেষ পর্যন্ত ছিটকে গিয়েছেন বেশ কয়েকবার। তাতেও থেমে যাননি তিনি। রাজ্য প্রতিযোগিতায় সফল হয়ে মনের জেদ আরও বেড়ে গিয়েছে বলেই জানান পার্থ। তাই আগামী দিনে আরও বেশি করে অনুশীলনে মন দিতে চায় এই ব্যাডমিন্টন খেলোয়াড়।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: টিনের বাড়ি, শরীরে রয়েছে প্রতিবন্ধকতা, লটারির টিকিট বিক্রেতা হলেন চ্যাম্পিয়ন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement