North 24 Parganas News | Famous Puchka: 'বোঝোই তো বাবু, অনেক চাপ!' আর মিলবে না মিঠুদার বিখ্যাত ফুচকা! ভয়াবহ ঘটনায় শোকের ছায়া ফুচকা-মহলে!

Last Updated:

North 24 Parganas News | Famous Puchka: আট থেকে আশি সবাই চেনে! বারাসতে এলে মিঠুদার ফুচকা খাননি এমন মানুষ মেলা ভার! কিন্তু হঠাৎ সব শেষ! আর মিলবে না মিঠুদার বিখ্যাত ফুচকা!

মিঠুদার ফুচকা
মিঠুদার ফুচকা
উত্তর ২৪ পরগনা: বারাসতে তার হাতের ফুচকা খাননি এমন মানুষ কমই আছেন। ফুচকা বিক্রি করেই আট থেকে আশি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন। বিকেল হলেই নিজের ভ্যানে সংসার গুছিয়ে পান মুখে পৌঁছে যেতেন নির্দিষ্ট গন্তব্যে। বারাসতের সুপরিচিত ছায়াবাণী সিনেমা হলের সামনে ছিল তার স্থায়ী আস্তানা। সাধারণ তেতুল জলের ফুচকা ছাড়াও চাটনী ফুচকা, দই ফুচকা, রকমারী চাট, গন্ধরাজ লেবুর ফুচকা আরও কত কি। বিশেষ করে কার্গিল ফুচকা। না খেলে জানাই যাবে না! খাওয়া শেষে, তেতুল গোলা জলের আবদার পূরণ করতেন সকলের সুপরিচিত মিঠুদা। সকল বয়সের মানুষের কাছেই তিনি ছিলেন মিঠু দা নামেই পরিচিত। তবে তার আসল নাম, মিঠু সিং। বয়স ৫২ কোঠায়। বারাসত জুড়ে মিঠুদার ফুচকার নাম ডাকছিল এক কথায়। কিন্তু আর মিলবে না এই মিঠুদার ফুচকা।
সন্ধ্যে থেকে তার চারপাশের ভিড় যেন ছিল নিত্য সঙ্গী। তার হাতের ফুচকায় রীতিমতো জল ঝরতো জিভে। যখন একদল ফুচকা খাওয়ার লাইনে দাঁড়িয়ে গপাগপ খাচ্ছে ফুচকা, তখন আর একদল তৈরি হয়ে থাকতো ফুচকা খাবার জন্য। গন্ধ লেবু তেতুল মাখার গন্ধে আলাদা আমেজ তৈরি হতো মৌচাক চত্বরে। বাড়িতে বন্ধু-বান্ধব অতিথি আসলে মিঠুদার ফুচকা খাওয়ানো যেন বারাসত বাসীদের কাছে এক আলাদা গুরুত্ব পেত। কে কি রকম ঝাল খাবে শুনে প্রতি রাউন্ডে চেঞ্জ হত আলু মাখা। জব্বর ঝাল মসলা দেওয়া এক স্পেশাল ফুচকা। মিঠুদার হাতের তৈরি গন্ধ লেবু দিয়ে তেঁতুল গোলা জলেও ছিল অপূর্ব স্বাদ। শেষে ফ্রি হিসেবে থাকতো স্পেশাল ছোলা বাদাম দেওয়া ফুচকাও।
advertisement
advertisement
আরও পড়ুন:
কে নেই সেই ফুচকা খাওয়ার ভিড়ে! প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, নব বিবাহিত দম্পতি, ছেলে মেয়ে, দাদু দিদা, কাকু কাকিমা সকলে। আর সকলের সেই ভিড় ছিল এই একজনকে ঘিরেই, মিঠু দা। কিছুদিন আগেই দোকানের জায়গা সামান্য পরিবর্তন হয় তার। বিষয়টি নিয়ে কৌতুহলীরা জিজ্ঞাসা করলে মিঠুদা বলতেন, 'বোঝোই তো বাবু, বিভিন্ন রকমের চাপ।'
advertisement
রমরমিয়ে চলা এই ব্যবসায় কিছুদিন হল জৌলুসহীন হয়ে পড়ছিলেন মিঠুদা। বাজারে অনেকটাই হয়ে গিয়েছিল ধার বাকি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছন্দে চলছিল ব্যবসা, কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু হয় মিঠুদার। নিজেই এই রাস্তা বেছে নিলেন। আর মিলবে না লোভনীয় তার হাতের ফুচকা। মন খারাপ বারাসতবাসীদের। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই, রীতিমতো আবেগে ভাসছেন বারাসতের নেটাগরিকরা। নানা স্মৃতির কথা তুলে ধরার পাশাপাশি অনেকেই করছেন দুঃখ প্রকাশ। কিন্তু স্থানীয় কিছু পরিচিত মানুষদের কাছে আক্ষেপের সুরে বলা সেই কথাই যেন বারংবার উঠে আসছে মিঠুদার স্মরণে, 'বোঝোই তো বাবু, অনেক চাপ।' ফুচকা খাওয়ার জন্য আর হয়তো ভিড় জমবে না পরিচিত এই দোকানে। সকলের একটাই কথা ভাল থেক মিঠুদা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News | Famous Puchka: 'বোঝোই তো বাবু, অনেক চাপ!' আর মিলবে না মিঠুদার বিখ্যাত ফুচকা! ভয়াবহ ঘটনায় শোকের ছায়া ফুচকা-মহলে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement