Birbhum News: শয়ে শয়ে মুরগি মারা যাচ্ছে? নতুন রোগ নয়তো? গরমে নয়া আতঙ্ক! জানুন
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News: একে গরম তার ওপর আবার নয়া আতঙ্ক! শয়ে শয়ে মুরগি মারা যাচ্ছে! জানুন কারণ
বোলপুর: তীব্র দাবদাহে সান স্ট্রোকে মৃত্যু হচ্ছে শয়ে শয়ে পোল্ট্রি মুরগির৷ বোলপুরের বেশ কয়েকটি ফার্মে কয়েকদিন ধরেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে মুরগি৷ স্বাভাবিক ভাবেই মাথায় হাত ব্যবসায়ীদের৷ কয়েক দিন ধরেই বীরভূমের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে৷ কখনও কখনও ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ জনজীবন৷ অতিষ্ঠ পশু-পাখিরাও৷ শ্রীনিকেতন আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। বইছে লু৷
এই তাপপ্রবাহের কারণে মৃত্যু হচ্ছে পোল্ট্রি মুরগির। বোলপুরের সিয়ান এলাকায় প্রচুর পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে। এমনিতেই, গরমে মাংসের বিক্রি কমে গিয়েছে। কমেছে ডিমের চাহিদাও। গরম থেকে মুরগিদের বাঁচাতে ফার্মের জলছাদ করা হয়েছে। দেওয়া হয়েছে ফ্যান। তা সত্ত্বেও প্রত্যহ শয়ে শয়ে মুরগি মারা যাচ্ছে৷ দাবদাহ এতটাই বেশি যে কোন কিছুতেই কাজ হচ্ছে না৷
advertisement
advertisement
আরও পড়ুন:
উল্লেখ্য, পোল্ট্রি মুরগি এমনিতেই দুর্বল প্রাণী৷ অতিরিক্ত গরম ও ঠাণ্ডা সহ্য করতে পারে না৷ এবছর, তাপমাত্রা পারদ চড়তেই থাকছে৷ এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে তীব্র গরমে প্রতিটি ফার্মে রোজ শয়ে শয়ে মৃত মুরগি মিলছে৷ যাতে স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের৷ প্রসঙ্গত, এই তীব্র দাবদাহ থেকে বল্লভপুর অভয়ারণ্যের হরিণদের রক্ষা করতে জলের সঙ্গে ওয়ারেশ, গ্লুকোজ দেওয়া হচ্ছে৷ শরীর ঠান্ডা রাখতে ভুট্টা পাতা, সবুজ পাতা খাওয়ানো হচ্ছে। নিয়মিত নজর রাখছেন চিকিৎসকেরা৷
advertisement
Subhadip Pal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 5:28 PM IST