North 24 Parganas News: ঘরের কাছেই মিলবে স্বাস্থ্য পরিষেবা, পূরণ হল গোবরডাঙ্গা বাসীদের দীর্ঘদিনের দাবি

Last Updated:

North 24 Parganas News: পূরণ হল গোবরডাঙ্গা বাসীদের দীর্ঘদিনের দাবি, চালু হল সুস্বাস্থ্য কেন্দ্র। গোবরডাঙ্গা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র।

+
title=

উত্তর ২৪ পরগনা: গোবরডাঙ্গার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে পৌরবাসীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। স্বাস্থ্য পরিষেবা পেতে হলে ৩০ কিলোমিটার দূরে বনগাঁ অথবা হাবড়ায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হত। এবার সেই সমস্যা সমাধানে চালু হল সুস্বাস্থ্য কেন্দ্রের। ফলে খুশি এলাকাবাসীরা।
জানা গিয়েছে, ডাক্তার ফনি ভূষণ ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে গোবরডাঙ্গা পৌরসভার আট নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল সুস্বাস্থ্য কেন্দ্র। উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা পৌরসভা তথা গোবরডাঙ্গা পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে স্বাস্থ্য পরিষেবা।
প্রসঙ্গত, গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় জেলা পরিষদের অধীনে যে স্বাস্থ্য কেন্দ্র ছিল, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে সমস্যা পড়েছিলেন বিস্তীর্ণ এলাকার মানুষ। চিকিৎসা পরিষেবা পেতে যেতে হচ্ছিল অনেক দূরে। এই স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হওয়ায় আর ছুটতে হবে না দূর-দূরান্তে এখন ঘরের কাছেই মিলবে চিকিৎসা পরিষেবা।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা
গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত জানান, গোবরডাঙ্গা পৌরসভার এই স্বাস্থ্য কেন্দ্র হলেও, এই স্বাস্থ্য কেন্দ্রের দ্বারা উপকৃত হবেন গোবরডাঙ্গা তথা আশেপাশের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও। পৌরসভার স্বাস্থ্য আধিকারিক নারায়ণ চন্দ্র কর জানান, এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদানের জন্য ইতিমধ্যেই দু’জন মেডিকেল অফিসার ‌যুক্ত হয়েছেন পাশাপাশি তিনজন নার্সও থাকছেন এখানে।
advertisement
ফলে সব রকমের স্বাস্থ্য পরিষেবা এই হেলথ সেন্টার থেকে পাওয়া যাবে। আর এই স্বাস্থ্য কেন্দ্রটির চালু হওয়ায় গোবরডাঙ্গার বিস্তীর্ণ এলাকার মানুষের যে স্বাস্থ্যপরিষেবায় সুবিধা হল তা বলার অপেক্ষা রাখে না।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ঘরের কাছেই মিলবে স্বাস্থ্য পরিষেবা, পূরণ হল গোবরডাঙ্গা বাসীদের দীর্ঘদিনের দাবি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement