North 24 Parganas News: ব্যাঙ্কে ঢুকল কোটি টাকা! রাতারাতি কোটিপতি পরিচারিকা বৃদ্ধা! অবাক ঘটনা!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: রাতারাতি বৃদ্ধার অ্যাকাউন্টে ঢুকল কোটি কোটি টাকা! কোথা থেকে এল এত টাকা? অবাক এলাকাবাসীরাও!
#উত্তর ২৪ পরগনা: রাজ্যে ইডির হানায় বিভিন্ন নেতা মন্ত্রীসহ বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আর তার মধ্যেই রাতারাতি এক দরিদ্র, দিন আনা দিন খাওয়া বৃদ্ধা হয়ে গেলেন কোটিপতি। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ছুটে আসলো ভিন রাজ্যের পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকায় এক বৃদ্ধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎই এক কোটি ৮০ লক্ষ টাকা লেনদেনের ঘটনা সামনে আসে। বাড়ি বাড়ি পরিচালিকার কাজ করা দরিদ্র ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করে না বলেই জানায় পরিবার।
কিভাবে তার একাউন্টে এই বিপুল অঙ্কের টাকা ঢুকলো, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকাবাসীরাও। অনুমান করা হচ্ছে আধার লিংক থাকায় কেউবা কারা তা ব্যবহার করে থাকতে পারে। সেই আশঙ্কায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় এদিনই রাঁচি থেকে পুলিশ এসে ওই বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানাযায়। কিন্তু বৃদ্ধা অত্যন্ত দরিদ্র এবং ভাড়া বাড়িতে থাকেন বলে জানান।
advertisement
advertisement
তার আর্থিক অবস্থার কথা জানিয়ে বৃদ্ধার পাশে দাঁড়াতে দেখা যায় প্রতিবেশীদেরও। এত টাকা তিনি কোথা থেকে পাবেন, এই নিয়ে প্রশ্ন তুলে, তদন্তের দাবি জানান স্থানীয়রা। চারিদিকে যেভাবে টাকা উদ্ধার হচ্ছে সেই ঘটনা কে সামনে রেখে, কুৎসার ভয়ে বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখার আর্জি জানাই ওই বৃদ্ধার পরিবার। যদিও এ বিষয়ে রাঁচি থেকে আসা পুলিশ কোন তথ্য পাইনি বলেই দাবি স্থানীয়দের। তবে কেউ বা কারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন করছে বলে সন্দেহ সকলের। তাই গোটা ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
September 08, 2022 8:09 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ব্যাঙ্কে ঢুকল কোটি টাকা! রাতারাতি কোটিপতি পরিচারিকা বৃদ্ধা! অবাক ঘটনা!