North 24 Parganas News: বোনকে ধর্ষণের চেষ্টা! কিছু করছে না পুলিশ! সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আকুতি দাদার!
- Published by:Piya Banerjee
Last Updated:
North 24 Parganas News: জোর করে টোটোতে তুলে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা! ঘটনায় পুলিশের গাফিলতি! এবার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানিয়ে সাহায্য চাইলেন ওই নাবালিকার দাদা!
#উত্তর ২৪ পরগনা: বাগুইআটি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। সাসপেন্ড করা হয়েছে বাগুইহাটি থানার পুলিশ আধিকারিককে। পুলিশের গাফিলতিকে মান্যতা দিয়েই মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। এর মধ্যেই আবারও ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ ঘিরে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন নির্যাতিতার দাদা। সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে খুব উপড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন নির্যাতিতার দাদা। স্থানীয় সূত্রে জানা যায়, টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে জোরপূর্বক টোটোতে তুলে নির্জন এক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নির্যাতিতা নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নাবালিকা নির্যাতিতা জানান, অশোকনগর নয়াসমাজ এলাকায় টিউশন থেকে ফেরার পথে, নাবালিকার পথ আটকায় এক নাবালক এবং এক যুবক। এরপর, নাবালিকাকে জোড় করে টোটোয় তুলে নিয়ে গিয়ে পাশের এক জঙ্গলে তার সর্বনাশ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেখান থেকেই কোন মতে পালাতে সক্ষম হয় নাবালিকা।
advertisement
এরপরই বাড়িতে এসে গোটা ঘটনার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। পরিবারের পক্ষ থেকে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অশোকনগরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। নিরাপত্তা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরাও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শাসকদল ঘনিষ্ঠ অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ জানান সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবি কর। পুলিশের একাংশ এর মধ্যে জড়িত আছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির মন্ডলের দায়িত্বে থাকা শ্যামনেন্দু দে। অশোকনগরের এই ঘটনায় প্রাণহানির মতন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে তবেই কি প্রশাসন ব্যবস্থা নেবে? প্রশ্ন তুলছেন বিরোধী সহ সমাজের বিভিন্ন মহলের মানুষেরা।
advertisement
advertisement
ধর্ষণের চেষ্টার ঘটনায় যুক্ত থাকা এক অভিযুক্ত নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত টোটো চালক যুবক এখনও ফেরার বলে পুলিশ সূত্রে খবর। সল্টলেকের জুভেনাল কোর্টে পেশ করা হয় ধৃত নাবালককে। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয় আদালতে বলে জানা গিয়েছে। ঘটনার কথা চিন্তা করলেই শিউরে উঠছে ওই নাবালিকা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নির্যাতিতার মা। পাশাপাশি এদিন পুলিশের অসহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও মুখ খুলেছেন নির্যাতিতার মা ও দাদা। বিভিন্ন মহল থেকেও তাদের উপর চাপ তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিরাপত্তাহীনতায় আতঙ্কে ভুগছে গোটা পরিবার! আসল অভিযুক্ত বেপাত্তা। বাড়ির সামনে রাখা রয়েছে টোটো। ছেলে কোথায় বাবার কাছে জানতে চাওয়া হলে, অভিযুক্তের বাবা জানিয়েছেন 'ছেলে নিখোঁজ' আর কিছু জানেন না তিনি।
advertisement
বিরোধীদের কটাক্ষের কোন গুরুত্ব না দিয়ে, অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার জানিয়েছেন, থানায় গাড়ির সংখ্যা কম। তাই পৌরসভার পক্ষ থেকে একটি গাড়ি দেওয়া হবে। যাতে পুজোর সময় পুলিশ প্রশাসন বাড়তি টহল দিতে পারেন। পাশাপাশি তিনি এও জানান, পূজোর আগে এরকম ঘটনা দু একটা ঘটে। পুলিশের দোষীদের আড়াল করা সমর্থনযোগ্য নয় বলেও জানান তিনি। অভিযুক্তদের করা শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার সহ অশোকনগরের সাধারণ মানুষ জন। বিরোধীদলগুলি প্রয়োজনে রাস্তায় নামতেও প্রস্তুত বলে জানিয়েছেন। অধরা মূল অভিযুক্ত টোটো চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে পুজোর আগে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে অশোকনগর জুড়ে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
September 08, 2022 7:56 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বোনকে ধর্ষণের চেষ্টা! কিছু করছে না পুলিশ! সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আকুতি দাদার!