Maryam Dates: আরব দেশের মারিয়ম খেজুর ফলছে বসিরহাটে! খেজুর চাষে নতুন দিশা! জানুন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Maryam Dates: বসিরহাটে কীভাবে চাষ করা হচ্ছে আরবের খেজুর! জানুন
বসিরহাট: মরু দেশের মারিয়ম খেজুরের বীজ ভারতের মাটিতে চাষ করে তাক লাগিয়ে দিলেন সুন্দরবনের হামিদ। আরবের খেজুর ফলছে সুন্দরবনের হাসনাবাদের বেনা গ্রামে। বসিরহাটের সুন্দরবনের হাসনাবাদ ব্লকের করছেন। তা থেকে ফলছে খেজুর। তার আশা, এই খেজুরই তাঁর সুদিন ফেরাবে। ইতিমধ্যেই পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামে সেই খেজুর ফলাচ্ছেন ওই গ্রামের আব্দুল হামিদ। এক সময়ে গাড়ির গ্যারেজে কাজ করতেন তিনি। এখন মন দিয়ে খেজুর গাছের চারা তৈরি করছেন। তা থেকে ফলছে খেজুর। তা দেখতে অনেকে ভিড় করছেন হামিদের বাড়িতে।
শ্রমিকের কাজ করে কষ্টে সংসার চালান হামিদ। বাড়িতে রয়েছেন স্ত্রী ও দুই ছেলে। জমি জায়গা বিশেষ নেই। থাকার মধ্যে আছে দু’কাঠা চাষের জমি। আম্ফানের সময়ে পরিচিত এক ব্যক্তি আরব থেকে খেজুরের বীজ এনে দিয়েছিলেন তাকে। তিন ধরনের খেজুরের বীজ পেয়েছিলেন তিনি। সেগুলি থেকে চারা তৈরি করেছেন হামিদ। এখন খেজুর চাষে মন দিয়েছেন তিনি।
advertisement
advertisement
একে একে ৩০টি খেজুর গাছ তৈরি করেছেন হামিদ। তাঁর দাবি, এ বছর একটিতে ফলেছে প্রায় ১৫ কেজি খেজুর। যারা দেখতে আসছেন, তাদের হাতে দুয়েক টুকরো খেজুর দিচ্ছেন তিনি। হামিদের আশা, ২ বছরের মধ্যে সব গাছে খেজুর হবে। ভাল দামও মিলবে। তিনি জানান, তাঁর কাছে মোরিয়াম, সুক্কার ও আজোয়া তিন প্রজাতির খেজুরের চারা আছে। এই সব জাতের খেজুরের বাজারদর বেশ ভাল। তার দাবি, মোরিয়াম খেজুরের দাম কেজি প্রতি ৫০০ টাকা। সুক্কার প্রজাতির খেজুর বিক্রি হয় ৫০০-৮০০ টাকা প্রতি কেজি দরে। আজোয়া প্রজাতির খেজুরের দাম কেজি প্রতি ৮০০-২৫০০ টাকা।
advertisement
খেজুর গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন হামিদ। বাড়ির ছাদে বহু চারা তৈরি করেছেন তিনি। সেগুলির দাম এক হাজার থেকে ২০ হাজার টাকা। হামিদ জানান, বিশেষ পদ্ধতিতে মাটি তৈরি করে বীজ রোপণ করতে হচ্ছে। তিনি বলেন, “৩০ শতাংশ জৈব সার, ৩০ শতাংশ দোঁয়াশ মাটি, ২০ শতাংশ লাল বালি ও ২০ শতাংশ সাদা বালি দিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। সেই মাটিতে বসানো হয় চারা।” হামিদ গাছের পরিচর্যা শিখেছেন ইউটিউব দেখে। এ বার আরও বেশি পরিমাণ জমিতে খেজুর গাছ বসানোর কথা ভাবছেন তিনি। চারা গাছ এবং খেজুর বিক্রি করে সুদিন ফিরবে বলে আশা করেন তিনি। আরবের খেজুর এখানে ফলবে, তা কখনও ভাবিননি কেউ। এটাই তার সাফল্য।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2023 2:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Maryam Dates: আরব দেশের মারিয়ম খেজুর ফলছে বসিরহাটে! খেজুর চাষে নতুন দিশা! জানুন








