বনগাঁ: দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ব্যবসায়ীর উপরে দুষ্কৃতিদের হামলা, আশঙ্কা জনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যাবসায়ী। আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম সুশান্ত পোদ্দার ওরফে সাধন বয়স ৫১ বছর। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঘোজা ন্যাড়া গাজীপুর এলাকায়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে ডান চোখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুশান্তের ঘোজা বাজারে ওষুধের দোকান রয়েছ। প্রতিদিন রাত করে তিনি দোকান বন্ধ করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরতেন। গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ন্যারা গাজিপুর আমতলায় তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা। তাকে বেধড়ক মারধর করে। তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: কামনা পুকুর! ডুব দিলেই ঘটছে নানা অলৌকিক কাণ্ড! সন্তান থেকে চাকরি মিলছে! দূরে যাচ্ছে রোগ!
আরও পড়ুন:
পরবর্তীতে স্থানীয় এক ব্যাক্তি খবর পেয়ে এলাকাবাসিদের ডেকে আমতলা থেকে সুশান্তকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করেন। পরিবার সূত্রে খবর, সুশান্তের একটি চোখ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের দাবি, সুশান্তের কোন শত্রু ছিল না। কি কারণে হামলা তারা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় এলাকায় আতঙ্ক শুরু হয়েছে। এলাকাবাসীদের দাবি, এর আগে এই এলাকায় এমন ঘটনা কোনও দিন ঘটেনি। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ।
অনিরুদ্ধ কির্তনীয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, Gaighata, North 24 Parganas news