North 24 Parganas News: কলকাতা বইমেলায় হাজির বহুরূপী! কী করছেন তিনি
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
কলকাতা বইমেলায় সর্বশিক্ষা অভিযানের প্রচারে প্রত্যন্ত গ্রামের এই বহুরূপী...
#উত্তর ২৪ পরগনা: কলকাতা বইমেলা প্রাঙ্গণে বই কেনাকাটির পাশাপাশি সর্বশিক্ষা অভিযানের প্রচারেএক বহুরূপী শিল্পীকে ঘিরে বইপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। 'সবার শিক্ষা, সবার উন্নতি' রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্প সর্বশিক্ষা অভিযানের লেখা প্রচার নিয়ে কলকাতা বইমেলায় হাজির বহুরূপী গোপাল মণ্ডল।
বছর ৪৬ এর গোপালবাবু দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত কুলপী ব্লকের উত্তর রাজারামপুর গ্রামের বাসিন্দা। ১৭ বছর বয়সেই পাড়ার যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান থেকেই বহুরূপীছদ্মবেশে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন। বইমেলার ক'দিন দুপুর থেকে রাত পর্যন্ত প্রতিদিনই দেখা যাবে বহুরূপী গোপাল মন্ডলকে।
আরও পড়ুন - Weather Update: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি
advertisement
advertisement
বহু মানুষ ভিড় জমাচ্ছেন তাকে দেখতে এবং তার সঙ্গে সেলফি তুলতে। তিনি জানান, এলাকায় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এখন তাঁরই ছোট ছেলে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া রনি মন্ডল তাঁর শিল্পকর্মে উদ্বুদ্ধ হয়ে বহুরূপীর কাজ করছেন। বড় ছেলে রথীন মন্ডল অন্য পেশায় কর্মরত। বহুরূপী গোপালবাবু এমনিতে খেত মজুর। চাষের জমিতে কাজ করার পাশাপাশি সরকারি একাধিক ইভেন্টে বিভিন্ন ছদ্মবেশে মানুষকে উৎসাহিত করে থাকেন। এবার ৪৬ তম কলকাতা বইমেলায় সর্বশিক্ষা অভিযানের প্রচার শুরুর আগে, গঙ্গাসাগর মেলায় ও ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসির ছবি নিয়ে প্রদর্শন করেছেন। তারও আগে ফুটবলার গোষ্ঠ পাল, বীরসা মুন্ডা, রাজা রামমোহন রায়ের ছদ্মবেশ ধারণ করে প্রশংসা পেয়েছেন৷ নিজেই নিজের এই গল্প বহুরূপী শিল্পী বলে থাকেন।ব
advertisement
আরও পড়ুন- Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মৃত মা ও সদ্যজাত, হাসপাতালে ঝাঁপিয়ে পড়লেন আত্মীয়রা
এবারের বইমেলায় 'সোনালি' দেহের স্ট্যাচু গোপাল মন্ডল তাই জনপ্রিয় হয়ে উঠেছেন সকলের কাছে। তবে এতো আনন্দ আয়োজনের মাঝেও খেত মজুর গোপাল মন্ডলের গলায় উঠে আসছে একরাশ আক্ষেপের সুর। বইমেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে বহুরূপী শিল্পীর আক্ষেপ, ১৭ বছর বয়স থেকে শিল্পকলা দেখিয়ে মানুষকে আনন্দ দিয়ে গেলেও সরকারি কোনো সুযোগ সুবিধা পাননি তিনি। রাজ্য সরকারের শিল্পী ভাতা ও সরকারি গৃহ প্রকল্প সাহায্য পেতে স্থানীয় কুলপী ব্লক ও রাজারামপুর গ্রাম পঞ্চায়েতে আবেদন জানিয়েও কোন সুরাহ হয়নি। বুকে কষ্ট চেপেই মানুষকে আনন্দ দিতে পাশাপাশি সর্বশিক্ষা অভিযানের বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে কলকাতা বইমেলায় দাঁড়িয়ে আছেন বহুরূপী গোপাল মন্ডল।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 12:14 PM IST