Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মৃত মা ও সদ্যজাত, হাসপাতালে ঝাঁপিয়ে পড়লেন আত্মীয়রা
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
সদ্যোজাত ও প্রসূতি মায়ের মৃত্যু, উতপ্ত হাসপাতাল। কান্দি মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভে উতপ্ত হল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল।
#মুর্শিদাবাদ: জন্মানোর আগেই সদ্যোজাত ও প্রসূতি মায়ের মৃত্যু, উতপ্ত হাসপাতাল। কান্দি মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভে উতপ্ত হল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল।
পুলিশ জানিয়েছে মৃত প্রসূতির নাম তাজমিরা খাতুন, বয়স ১৯বছর। বাপের বাড়ি ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা গ্রামে। গত এক বছর আগে বিয়ে হয় ভরতপুর থানার জোরগাছি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর জাহিরুল হকের সঙ্গে। মৃতের পরিবারের অভিযোগ, তাজমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে এলে তাকে জানানো হয় তাঁর সন্তানের বুধবার বিকেলে জন্ম দেওয়ার আগেই মৃত্যু হয়েছে পেটেই ।
advertisement
আরও পড়ুন - Weather Update: কলকাতায় ঠান্ডার জবর কামড়! এরইমধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের চোখ রাঙানি
advertisement
কান্দি মহকুমা হাসপাতালে তাজমিরা খাতুন কে ভর্তি করা হলেও তার সন্তান কে সিজার করা হয়নি আর তার জেরেই বৃহস্পতিবার সকালে তাজমিরা খাতুনের মৃত্যু হয় কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসক ও নার্সদের গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
advertisement
এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রাজেশ সাহা কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রাজেশ সাহা জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন, ইতি মধ্যেই প্রসূতি মহিলা তার ব্রেন ডেথ হয়েছে সদ্যোজাত মৃত্যুর পর। আমরা সমস্ত কিছুই তদন্ত করছি, তদন্ত করে বিষয়টি দেখা হবে।
advertisement
Kaushik Adikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 11:53 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মৃত মা ও সদ্যজাত, হাসপাতালে ঝাঁপিয়ে পড়লেন আত্মীয়রা