Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মৃত মা ও সদ্যজাত, হাসপাতালে ঝাঁপিয়ে পড়লেন আত্মীয়রা

Last Updated:

সদ্যোজাত ও প্রসূতি মায়ের মৃত্যু, উতপ্ত হাসপাতাল। কান্দি মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভে উতপ্ত হল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল।

+
কান্দি

কান্দি মহকুমা হাসপাতালে বিক্ষোভ চলছে মৃতের পরিবারের 

#মুর্শিদাবাদ:  জন্মানোর আগেই সদ্যোজাত ও প্রসূতি মায়ের মৃত্যু, উতপ্ত হাসপাতাল। কান্দি মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভে উতপ্ত হল মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতাল।
পুলিশ জানিয়েছে মৃত প্রসূতির নাম তাজমিরা খাতুন, বয়স ১৯বছর। বাপের বাড়ি ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গা গ্রামে। গত এক বছর আগে বিয়ে হয় ভরতপুর থানার জোরগাছি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর জাহিরুল হকের সঙ্গে। মৃতের পরিবারের অভিযোগ, তাজমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে এলে তাকে জানানো হয় তাঁর সন্তানের বুধবার বিকেলে জন্ম দেওয়ার আগেই মৃত্যু হয়েছে পেটেই ।
advertisement
advertisement
কান্দি মহকুমা হাসপাতালে তাজমিরা খাতুন কে ভর্তি করা হলেও তার সন্তান কে সিজার করা হয়নি আর তার জেরেই বৃহস্পতিবার সকালে তাজমিরা খাতুনের মৃত্যু হয় কান্দি মহকুমা হাসপাতালে। চিকিৎসক ও নার্সদের গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।
advertisement
এই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রাজেশ সাহা কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে কান্দি মহকুমা হাসপাতালে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কান্দি মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রাজেশ সাহা জানান, আমাদের কাছে লিখিত অভিযোগ করেছেন, ইতি মধ্যেই প্রসূতি মহিলা তার ব্রেন ডেথ হয়েছে সদ্যোজাত মৃত্যুর পর। আমরা সমস্ত কিছুই তদন্ত করছি, তদন্ত করে বিষয়টি দেখা হবে।
advertisement
Kaushik Adikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চিকিৎসার গাফিলতিতে মৃত মা ও সদ্যজাত, হাসপাতালে ঝাঁপিয়ে পড়লেন আত্মীয়রা
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement