এ দেশে কোনও হাইকোর্টেই মহিলা প্রধান বিচারপতি নেই, জানিয়ে দিল কেন্দ্র

Last Updated:

বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইন মন্ত্রক এই খবর জানিয়েছে। সরকারের আরও বক্তব্য, ১৯৯০ সাল থেকে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ১১ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন। সংসদ রাকেশ সিনহার লিখিত প্রশ্নের জবাবে জানিয়েছেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরন রিজিজু।

There is no woman chief justice in any high court
There is no woman chief justice in any high court
#নয়াদিল্লি : দেশের কোনও হাইকোর্টেই মহিলা প্রধান বিচারপতি নেই। সংসদে জানাল মোদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় আইন মন্ত্রক এই খবর জানিয়েছে। সরকারের আরও বক্তব্য, ১৯৯০ সাল থেকে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ১১ জন মহিলা বিচারপতি নিযুক্ত হয়েছেন।
সংসদ রাকেশ সিনহার লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু আরও জানিয়েছেন, গত ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সবকটি হাইকোর্টে স্বীকৃত ১১০৮ পদের মধ্যে ৭৭৫টি পদে নিয়োগ হয়েছে। যাঁদের মধ্যে ১০৬ জন মহিলা বিচারক এবং ৬৬৯ জন পুরুষ বিচারক রয়েছেন। আইন মন্ত্রক সংসদকে জানিয়েছে, এই মুহূর্তে দেশে সবকটি আদালত মিলিয়ে বিচারকদের মধ্যে ৯.৫ শতাংশ মহিলা বিচারক রয়েছেন।
advertisement
advertisement
বিচারপতি বা বিচারকদের মতোই আইনজীবীদের সংখ্যাও জানিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। জানানো হয়েছে, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী - দেশের ১৫ টি রাজ্যে আইনজীবীর সংখ্যা ২ লক্ষ ৮৪ হাজার ৫০৭ জন। মোট নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ১৫ লক্ষ ৪২ হাজার ৮৫৫ জন।
advertisement
আরও দেখুন
প্রসঙ্গত, মঙ্গলবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব। সেন্ট্রাল হলে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণের মধ্যে দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন।। গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।। আর এতসবের মধ্যেই বিরোধী শিবির সংসদের দুই কক্ষে নরেন্দ্র মোদি সরকারকে কোণঠাসা করতে রণকৌশল তৈরি করেছে। আজ বৃহস্পতিবার সংসদে সমমনস্ক দলগুলির দলনেতা দের নিয়ে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। ওই বৈঠকে ঠিক হয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জীবন বীমা নিগমের শেয়ার হোল্ডারদের ব্যাপক ক্ষতি নিয়ে হয় সংসদীয় যৌথ কমিটি অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তা না হলে অধিবেশন চলতে দেবেন না তারা। এই কৌশল মতোই বৃহস্পতিবার দু-দফায় ভেস্তে যায় লোকসভা এবং রাজ্যসভা। তার মধ্যেই সামনে এসেছে আইন মন্ত্রকের এই লিখিত জবাব।
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এ দেশে কোনও হাইকোর্টেই মহিলা প্রধান বিচারপতি নেই, জানিয়ে দিল কেন্দ্র
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement