North 24 Parganas News: ছুটিতে ব্যাংকক থাইল্যান্ড যাওয়ার বিশেষ সুযোগ, চালু হচ্ছে নতুন দুটি উড়ান
- Published by:Debalina Datta
Last Updated:
ছুটিতে ব্যাংকক থাইল্যান্ড যাওয়ার বিশেষ সুযোগ, চালু হচ্ছে নতুন দুটি উড়ান
#উত্তর ২৪ পরগনা: পুজোর ছুটি কাটাতে চান ব্যাংকক কিংবা পাটায়ার সি বিচে? উড়ে যেতে চান থাইল্যান্ড? বিমানে চেপে যারা বিদেশ ভ্রমনে যেতে ইচ্ছুক তাঁদের জন্য সুখবর। দীর্ঘদিন পর ভারত ও থাইল্যান্ডের মধ্যে পুনরায় চালু হচ্ছে নতুন দুটি আন্তর্জাতিক উড়ান। এর ফলে ভ্রমন ব্যবসার সঙ্গে যুক্ত যারা তাঁরা এবং পর্যটকরাও উপকৃত হবেন।দেশে দীর্ঘদিন ধরে চলা করোনা মহামারীর প্রকোপে বন্ধ হয়ে গিয়েছিল বৈদেশিক উড়ান যাত্রা। কোভিডের জন্য বন্ধ হয়ে গিয়েছিল থাইল্যান্ডের থাই এয়ারওয়েজ ও মালয়েশিয়ার মালিন্দো এয়ার।
২০১৮ সালের নভেম্বর থেকে কলকাতা-ব্যাংকক রুটে এয়ার মালিন্দো চালু হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে অপারেশন শুরু হওয়ার আগেই সেটি বন্ধ হয়ে যায়। এই সংস্থার উড়ান আগামী অক্টোবর থেকেই চালু হয়ে যাবে বলে খবর। এখন অবশ্য এটি আর এয়ার মালিন্দো নামে নেই। এটির নতুন নামকরণ হয়েছে এয়ার বাটিক। সেই নামেই উড়ান চালাবে ইন্দোনেশিয়ার সংস্থা লায়ন এয়ার গ্রুপ।
advertisement
আরও পড়ুন - Extramarital Affair: দেওরের সঙ্গে বাঁধ ভাঙা প্রেম, নিজের স্বামীকে হত্যা করার চরম প্ল্যান
advertisement
ট্রাভেল এজেন্ট এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান মানব সোনি বলেন, দুটি বিমান সংস্থায় জানিয়েছে তাঁরা নতুন করে বিমান পরিষেবা দিতে সবরকম প্রস্তুতি নিয়েছে। এটা চালু হলে ব্যবসা বানিজ্য বাড়বে পাশাপাশি পর্যটন শিল্পের প্রসার ঘটবে। বর্তমানে কলকাতা থেকে থাই এয়ারওয়েজের আরেকটি উড়ান থাই স্মাইল নিয়মিত বিমান পরিষেবা দিচ্ছে এই রুটে। পাশাপাশি ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়া এই দুটি শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা দেয়।
advertisement
আরও পড়ুন - Bank Holidays September: এখনই জেনে নিন কবে কবে যাবেন না ব্যাঙ্কে, ১২ দিনের বেশি বন্ধ থাকছে বন্ধ
অন্যদিকে, এয়ার এশিয়া কলকাতা ও মালয়েশিয়ার কুয়ালালামপুরের মধ্যে সরাসরি বিমান পরিচালনা করে। সূত্রের খবর, ২০২৩ সালের জানুয়ারী মাসের প্রথম থেকেই কলকাতা ও ব্যাংককের মধ্যে দৈনিক চালু হবে থাই এয়ারওয়েজের বিমান পরিষেবা। ফলে বিদেশ ভ্রমণ আরও সহজ হয়ে যাবে তিলোত্তমা সহ গোটা রাজ্যবাসীর কাছেই। তাহলে আর চিন্তা কিসের! বিদেশ ভ্রমণে যেতে প্ল্যান শুরু করুন এখন থেকেই। এই রুটের বিমান পরিষেবা চালু হলে পর্যটকদের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ ছাড়ও থাকবে বলেই মনে করছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা।
advertisement
Rudra Narayan Roy
Location :
First Published :
August 26, 2022 5:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: ছুটিতে ব্যাংকক থাইল্যান্ড যাওয়ার বিশেষ সুযোগ, চালু হচ্ছে নতুন দুটি উড়ান