North 24 Parganas News: রাতের বেলায় বেনজির বিপদ! বিধ্বংসী আগুনের ভয়ঙ্কর দৃশ্য, আতঙ্কে সকলে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ARUN GHOSH
Last Updated:
কাঁচরাপাড়া নিউ কলোনি আলসে বাজারে রাত বারোটা নাগাদ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন।
কাঁচরাপাড়া: কাঁচরাপাড়া নিউ কলোনি আলসে বাজারে রাত বারোটা নাগাদ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তিনটি দোকান৷ ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় বীজপুর থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এদিন জেলা জুড়ে শুরু হয়েছিল কালবৈশাখী এই প্রচন্ড ঝড়ের দাপটে বিচ্ছিন্ন হয়ে গেছিল বিদ্যুৎ পরিষেবা। বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। বিভিন্ন জায়গায় গাছ পড়ে মৃত্যু হয়েছিল দুজনের।
advertisement
কল্যাণী হাইরোড সংলগ্ন কাঁচরাপাড়া আলসে বাজারের একটি মোটর বাইকের দোকানে আগুন লাগে সেখানে রাখা ছিল বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানে মজুদ ছিল প্রচুর মোবিল ডিজেল ফলে সেখানে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
advertisement
দমকল সূত্রের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে এই আগুন লেগেছে। আগুন দেখতে পায় এলাকারবাসীরা খবর দেওয়া তড়িঘড়ি দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে আসে। চলে আসে বিজপুর থানার পুলিশও। সকলের প্রচেষ্টায় আগুন ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে দমকল কর্মীরা তাড়াতাড়ি আশায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি, কারণ সেই বাজারে ছিল আরও অনেক দোকান সময় মত আগুন নেভানোতে রক্ষা পেয়েছে আশেপাশের বহু দোকান। কিভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগলো তার খতিয়ে দেখছে দমকল কর্মীরা। এখন চলছে এলাকা পরিষ্কারের কাজ।
advertisement
অরুণ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 4:58 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাতের বেলায় বেনজির বিপদ! বিধ্বংসী আগুনের ভয়ঙ্কর দৃশ্য, আতঙ্কে সকলে