ব্যারাকপুর: মঙ্গলবার সন্ধ্যের ঝড়বৃষ্টিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুটি পৃথক ঘটনায় গাছ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছে একজন। ব্যারাকপুর মঙ্গল পান্ডে পার্কে এদিন একসঙ্গে বসেছিল এক প্রেমিক প্রেমিকা। ঝড়ে বিশাল গাছ ভেঙে পড়ে এবং সেই গাছের তলায় চাপা পড়ে ওই প্রেমিক যুগল। খবর পেয়ে পুলিশ দমকল কর্মী ও ডিএমজি টিম-সহ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশাল গাছ কেটে দুজনকে উদ্ধার করে ব্যারাকপুর বিএনবসু হাসপাতালে নিয়ে এলে যুবককে মৃত বলে ঘোষণা করে।
মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০), বাড়ি নদিয়ায়। মেয়েটি বিএনবসু হাসপাতালে চিকিৎসাধীন আহত অবস্থায়। বারাকপুর থানার পুলিশ গিয়ে তাদের গাছ কেটে সেখান থেকে বের করে হসপিটালে নিয়ে যায়। বাঁচানো সম্ভব হয়নি যুবককে পুলিশ জানায় আহত মহিলা আপাতত স্থিতিশীল আছে। তার চিকিৎসা চলছে।
অপরদিকে মোহনপুরের থানার অন্তর্গত জাফরপুর চালবাজার এলাকায় বাড়িতে নারকেল গাছ পড়ে মৃত্যু হয় ৪০ বছরের সরস্বতী বিশ্বাস নামে এক মহিলার । তাকেও ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা চিকিৎসা গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ।
আরও পড়ুন: বৈশাখের শেষে ‘অকাল চড়ক’! জল-সন্ন্যাস দেখার আকর্ষণে উপচে পড়ল ভিড়, দেখুন ভিডিও
মৃত মহিলা এই ঝড় বৃষ্টির সময় বাড়ির বাগানে নারকেল কুড়াতে গিয়েছিল। আচমকা একটি বড় গাছ তার উপর ভেঙে পড়ে আশঙ্কা জনক অবস্থায় থাকে বারাকপুর বি এন বসু হসপিটালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
অরুণ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barrackpore, North 24 Pargana news