North 24 Parganas News: বিনা পয়সার শপিং মল! জামাকাপড় থেকে বই, সবই বিনামূল্যে! হবে ইচ্ছেপূরণ

Last Updated:

বিনা পয়সার শপিংমলে ঢুকে ওরা নিল পছন্দের জিনিস, পূরণ হল ইচ্ছে

উত্তর ২৪ পরগনা: ইচ্ছে থাকলেই উপায় হয়। আর তাই ‘ইচ্ছে’র চেষ্টাতেই জেলার পিছিয়ে পড়া দুস্থ ছেলেমেয়েদের পাশাপাশি রেলপারের আর্থিকভাবে পিছিয়ে পরা বাসিন্দাদের জন্য আয়োজন করা হল ‘বিনাপয়সার শপিং মলের’। আর সেই  শপিং মল থেকেই নিজেদের পছন্দের জামা কাপড় বই খেলনা আরও অনেক কিছুই হাসিমুখে আনন্দের সঙ্গে নিয়ে গেলেন বিরাটি রেলপার এলাকার মানুষজন।
সেখানে বাদ যায়নি শিশুরাও। কারণ আর্থিকভাবে পিছিয়ে থাকায়  চকচকে শপিংমলে প্রবেশের তেমন সুযোগ থাকে না তাদের। ফলে মনের স্বাদ জাগলেও তা পূরণ হয়না কখনওই। আর দশ জন মানুষের মতো কালারফুল সাজ পোশাকের থেকে অনেকটাই দূরে থেকে যায় তারা। তাই এ হেন  মানুষদের জন্য বিনা পয়সার শপিং মল করে রীতিমতো তাক লাগিয়ে দিল ‘ইচ্ছে’। এদিনের বিনা পয়সার শপিংমলে এসে নিজেদের পছন্দের জিনিস নিলেন প্রায় ২০০ জন মানুষ।
advertisement
প্রসঙ্গত, বিদেশে বসবাস করলেও, দেশের টানে বারংবার মানুষের জন্য কিছু করার তাগিদ নিয়ে ছুটে আসেন তারা। সোমা মজুমদার দে ও তাঁর স্বামী অমরেশ মজুমদার কর্মসূত্রে বাইরে থাকলেও, করোনাকালীন পরিস্থিতিতে দেশেই আটকে পড়েন। সেই সময় নিজেদের সঞ্চিত অর্থে প্রায় পঞ্চাশ দিন দুস্থ মানুষদের সাহায্যে বাড়িয়ে দেন হাত। আর সেই সময়ে দেখা মানুষের কষ্ট রীতিমত নাড়িয়ে দেয় এই প্রবাসী দম্পতিকে।
advertisement
advertisement
ইচ্ছে থাকলেও যে উপায় হয় তা আরও একবার প্রমাণ করেন বিরাটির এই বাসিন্দারা। আর তারপর থেকেই নানা ভাবে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রতি বছর ইচ্ছের তাগিদে পিছিয়ে পড়া দুস্থ মানুষ ও শিশুদের সাময়িক আনন্দ দিতে পাশাপাশি তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নানা কর্মসূচি গ্রহণ করে থাকেন। তার মধ্যে যেমন থাকে রক্তদান তেমনি পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে করা হয় বৃক্ষরোপণও।
advertisement
তবে এদিন বিদেশ থেকে নিয়ে আসা বিভিন্ন জামা কাপড় পোশাক নিয়ে এই দুস্থ মানুষদের জন্যই ইচ্ছের পক্ষ থেকে করা হল বিনে পয়সার শপিং মল। আলো ঝলমলে দ্বিজকাননে, সারি সারি সাজিয়ে রাখা ছিল নামিদামী ব্র্যান্ডের পোশাক। মহিলা থেকে শিশু সকলের জন্যই ছিল এই সুবিধা। নিজেরা নিজেদের পছন্দ মতন পোশাক বেছে নিলেন রেলপারের বস্তি এলাকার মানুষজন। শিশুরা পোশাকের পাশাপাশি খেলনা বই খাতা ও নিয়ে গেলেন ইচ্ছের কাছ থেকে। আর তাতেই যেন পরিতৃপ্তি লাভ করল ইচ্ছের কর্মকর্তারা।
advertisement
শুধু তাই নয়, সোমাদেবী ও অমরেশবাবুর মেয়েরাও ছোট বয়স থেকেই মানব সেবার শিক্ষা পেয়ে আসছেন। বিদেশে থাকলেও দেশের মানুষদের প্রতি তাদেরও তৈরি হয়েছে অগাধ ভালবাসা। মেয়ে আয়ুষী ও আরোহী তাই ছোট থেকেই মানুষের জন্য কিছু করতে পারলে বেশি খুশি হয়।
advertisement
এদিন অসহায় দুস্থ এহেন বাচ্চাদের প্রযুক্তি বিদ্যায় আগ্রহী করে তুলতে খেলার ছলেই বিশেষ কর্মশালা করতে দেখা গেল বিদেশে পাঠরতা ইচ্ছের ছোট্ট সদস্য আয়ুষীকে। এদিন অনুষ্ঠান উপলক্ষে এলাকার বিশিষ্ট মানুষদেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এই বিনে পয়সার শপিংমলে। অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের বিভিন্ন মহলও।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বিনা পয়সার শপিং মল! জামাকাপড় থেকে বই, সবই বিনামূল্যে! হবে ইচ্ছেপূরণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement