North 24 Parganas News: যে কোনও সময় হতে পারে বড়সড় বিপদ! প্রাণের ঝুঁকি হাতে নিয়েই চলছে ‌পারাপার

Last Updated:

North 24 Parganas News: এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে কখনও কখনও নদীতে পড়ে প্রাণহানির মতো বিপর্যয় ঘটার আশঙ্কা থেকে যায়।

+
বেহাল

বেহাল ন্যাজাটের ফেরিঘাট

বসিরহাট: দীর্ঘদিন ধরে বেহাল সুন্দরবন অঞ্চলের ন্যাজাট গাজিখালির ফেরিঘাট। নদী আছে, ফেরিঘাটও আছে তবে সেই ফেরিঘাটে পৌঁছাবার জো নেই! ফেরিঘাট আজ নদীর করাল গ্রাসে। নদীর জলোচ্ছ্বাসে নদীর পাড় থেকে ফেরিঘাট আজ নদীতেই তলিয়ে গেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি-১ ও সন্দেশখালি-২ ব্লকের সংযোগস্থল বিদ্যাধরী নদী। সন্দেশখালির এই বিদ্যধারী নদীর একদিকে ন্যাজাট নদী অন্যপারে গাজিখালি। দু’য়ের মাঝখান দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী।
প্রত্যেকদিন এই পথ দিয়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার একমাত্র সহজ পথ হিসেবে ফেরিঘাটের জুড়ি মেলা ভার। এক সময় কংক্রিটের ফেরিঘাট ছিল কিন্তু তা বিদ্যাধরীর ভাঙনে নদীর করালগ্রাসে চলে গেছে। বিকল্প হিসেবে অস্থায়ী একটি ফেরিঘাটের ব্যবস্থা করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও নিত্য যাত্রীদের অভিযোগ এখানে পারাপার হতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
advertisement
অগত্যা নদী পাড়ে তৈরি করা হয়েছে এই ফেরিঘাট, নদী পারাপারের বিকল্প ব্যবস্থা হিসাবে। কিন্তু তা বেশ ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, রোগীদের পারাপারে অসুবিধা হয়, তেমনই বাইক বা সাইকেল নিয়ে পার হতে গেলে অসুবিধায় পড়তে হয়। এই ফেরিঘাট দিয়ে যাতায়াত করতে গিয়ে কখনও কখনও নদীতে পড়ে প্রাণহানির মতো বিপর্যয় ঘটার আশঙ্কা থেকে যায়।
advertisement
আর এই সমস্যা যেন তাদের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, প্রশাসনের কাজের অনিহাকে আর কতদিন পাথেয় করে চলতে হবে? কবে ভাঙবে প্রশাসনের এই ঘুম ,সেটাই এখন দেখার বিষয়।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: যে কোনও সময় হতে পারে বড়সড় বিপদ! প্রাণের ঝুঁকি হাতে নিয়েই চলছে ‌পারাপার
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement