হোম /খবর /দক্ষিণবঙ্গ /
'ভক্ত' আর নেই, নাওয়া-খাওয়া ভুলেছে সকলে!

North 24 Parganas News: 'ভক্ত' আর নেই, নাওয়া-খাওয়া ভুলেছে সকলে! বাড়িতে পোষ্য আছে? এ খবর শুনলে কেঁদে উঠবেন

X
ভক্ত [object Object]

চোখে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মজুমদার পরিবারের সদস্যরা, বাড়িতে চলছে পারলৌকিক ক্রিয়া। গত হয়েছে পরিবারের ২৫ বছরের সদস্য 'ভক্ত'।

  • Share this:

উত্তর ২৪ পরগনা: চোখে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মজুমদার পরিবারের সদস্যরা, বাড়িতে চলছে পারলৌকিক ক্রিয়া। গত হয়েছে পরিবারের ২৫ বছরের সদস্য 'ভক্ত'। শোকের বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে ভক্তের পারলৌকিক ক্রিয়া-কর্ম দেখতে আসছেন প্রতিবেশী গ্রামের মানুষেরাও। প্রিয়জনকে হারিয়ে সকলেই যেন আজ স্মৃতিচারণা করছেন ‘ভক্তের’। খাওয়া-দাওয়া থেকে কথা বলা নানা খুনসুটি ২৫ বছরের স্মৃতি বারবার উঠে আসছে পরিবারের বিভিন্ন সদস্যদের মুখে। চোখের জল মুছতে মুছতেই ভক্তর ছবিতে মালা দিয়ে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চলছে শ্রাদ্ধানুষ্ঠান। ভক্ত চলে যেতেই, পরিবারের ১৮ জন সদস্যের মধ্যে যেন একজনের মৃত্যু হয়েছে।

মানুষ মারা গেলে যেভাবে পারলৌকিক ক্রিয়া নিয়ম মেনে করা হয় সেভাবেই করা হচ্ছে ‘ভক্ত’ টিয়ার পারলৌকিক কাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভক্ত আসলে একটি টিয়া পাখি। ২৫ বছর ধরে হাবরার এক নম্বর ওয়ার্ডের আয়রা মাঠপাড়া এলাকায় মজুমদার বাড়ি ছিল তার আস্তানা। দিন তিনেক আগে বাড়িতে চলছিল অনুষ্ঠান, সেখানেই মাইকের আওয়াজে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পোষ্য টিয়াপাখি। মুহূর্তেই পরিবারের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউই। সুস্থ ভক্ত হঠাৎই হয়ে পড়ে অসুস্থ। ছুটে আসে আশপাশের এলাকার মানুষজনও। আসবে নাইবা কেন, কারণ তাদের প্রিয় ভক্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। তবে এভাবেই মুহূর্তের মধ্যে ভক্ত যে সকলকে ছেড়ে চলে যাবে তা গুণাক্ষরেও ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে শরীর। পরিবারের সদস্যরাও বুঝতে পারেন ভক্তর বিদায়বেলা আসন্ন।

চোখ মুছতে মুছতেই জানালেন পরিবারের এক সদস্য। হৃদরোগেই হয়তো সকলকে ছেড়ে চলে যায় ভক্ত টিয়া পাখি অনুমান পরিবারের সদস্যদের। আর তারপরেই রীতিমতো নিষ্ঠা সহকারে ভক্তর দেহ গঙ্গায়, কলার ভেলায় ফুল মালা দিয়ে ভাসিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে। আর তারপর থেকেই ফল ও সিদ্ধ ভাত খেয়েই অশুচ পালন করেন গোটা পরিবার। এদিন পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠান মধ্যে দিয়েই হল ভক্তর টিয়ার পারলৌকিক কাজ। শুধু তাই নয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের পর করা হয় মৎস্যমুখীরও আয়োজন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের সকল সদস্যই ইচ্ছা প্রকাশ করলেন, পরের জন্মে ভক্ত যেন মানুষ হয়েই জন্মায় এই পরিবারে। ভক্ত না থাকায় আজ অনেকটাই যেন ফাঁকা গোটা বাড়ি।

Rudra Narayan Roy

Published by:Salmali Das
First published:

Tags: Parrot, Pet