Kali Puja 2023: এক মাইলের মধ্যে কালীপুজো করে সর্বস্বান্ত হয়েছিলেন ব্যবসায়ী!

Last Updated:

কথিত আছে এলাকার এক ব্যবসায়ী এক মাইলের মধ্যে একবার কালীপুজা করেন। তার কিছুদিনের মধ্যেই তিনি সর্বস্বান্ত হয়ে যান। এরপর থেকে আর কেউ এক মাইলের মধ্যে কালীপুজো করার সাহস দেখাননি

উত্তর ২৪ পরগনা: এক মাইলের মধ্যে অন্য কোথাও কালীপুজো হয় না। এলাকায় ভক্তদের বিশ্বাস, মা কালী এখানে লালপাড় শাড়ি পরে ভক্তদের খোঁজ নিতে গভীর রাতে গ্রামে ঘুরে বেড়ান। বসিরহাটের সংগ্রামপুরে এই কালীকে খুব‌ই জাগ্রত বলে মনে করেন এলাকাবাসী। শহরের গা ঘেঁষে বয়ে চলা ইছামতীর উত্তরপাড়ে মায়ের মন্দিরটি অবস্থিত। রীতিমাফিক এক মাইলের মধ্যে এখানে আর কোথাও আজ‌ও কালীপুজো হয় না।
কথিত আছে এলাকার এক ব্যবসায়ী এক মাইলের মধ্যে একবার কালীপুজা করেন। তার কিছুদিনের মধ্যেই তিনি সর্বস্বান্ত হয়ে যান। এরপর থেকে আর কেউ এক মাইলের মধ্যে কালীপুজো করার সাহস দেখাননি। মটর ডালে কচুরমুখির সঙ্গে এঁচোড়-চিংড়ি ও সাদা ভাতের ভোগ রান্না হয় মাটির হাঁড়িতে। সেটাই নিবেদন করা হয় মা কালীকে। মন্দির সংলগ্ন এক মাইলের মধ্যে মাটির তৈরি কালী প্রতিমা গড়ে পুজো না করারই বসিরহাটের এই এলাকার রীতি।
advertisement
advertisement
ইছামতীর তীরে মানসিংহের সঙ্গে বাংলাদেশের যশোরের রাজা প্রতাপাদিত্যের যুদ্ধ হয়েছিল। কথিত আছে, সেই থেকে এই জায়গার নাম হয় সংগ্রামপুর। সে সময়ে ইছামতীর তীরে সংগ্রামপুরে ঘন জঙ্গলের মধ্যে ছিল কালীর থান। কালীভক্ত রাজা কৃষ্ণচন্দ্র ইছামতীর বুকে নৌকো বিহারের সময়ে এক রাতে স্বপ্নে দেখেন, ইছামতীর উত্তর দিকের জঙ্গলের মধ্যে আলো ঠিকরে বেরোচ্ছে। তার মধ্যে দাঁড়িয়ে এক মহিলা বলছেন, এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করতে। পরের দিন সকালে রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নের কথা জানাজানি হলে মন্ত্রীর পরামর্শে জঙ্গল পরিষ্কার করে সেখানে দক্ষিণা কালীর মূর্তি খোঁজ করতে লোক পাঠানো হয়। তারপরই শুরু হয় এই পুজো।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Kali Puja 2023: এক মাইলের মধ্যে কালীপুজো করে সর্বস্বান্ত হয়েছিলেন ব্যবসায়ী!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement