North 24 Parganas: বনধের দিনে স্বাভাবিক ছন্দে জেলা

Last Updated:

বনধের দিনে সকাল থেকেই স্বাভাবিক ছবি উত্তর ২৪ পরগনা জেলায়

বনধে স্বাভাবিক জেলার জনজীবন
বনধে স্বাভাবিক জেলার জনজীবন
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: সকাল থেকে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে তেমন প্রভাব পরল না উত্তর ২৪ পরগনা জেলায়। এদিন সকাল থেকে বনগাঁ শহর সহ গোটা মহকুমার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অন্যান্য দিনের মতোই বাস, টোটো, অটো স্বাভাবিকভাবেই চলাচল করছে। দোকানপাটও প্রায় সমস্তটাই খোলা। এদিন সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দোকানপাট, বাজার, জুটমিল, ট্রেন পরিষেবা স্বাভাবিক চলছে। কিছু দোকান প্রথমদিকে বন্ধ থাকলেও পরে তা খুলে দেওয়া হয়। বনধ বিরোধী মিছিল করেন উত্তর ২৪ পরগনার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কর্মীরা। পুরভোটের নামে রাজ্যজুড়ে সন্ত্রাস চলেছে। আর তারই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ১২ ঘন্টার বনধ এর ডাক দেয় বিজেপি। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালই রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলা হয়েছিল, বাংলা বনধকে উপেক্ষা করে মানুষ যেন রাস্তায় বের হন। আর তারজন্য রাজ্য সরকার প্রয়োজনীয় বাস রাস্তায় বের করবে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন পাশে থাকবে। রাজ্য সরকারের সেই আশ্বাসবাণীর উপর ভরসা করে মানুষ বনধকে উপেক্ষা করে এদিন সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম করতে রাস্তায় বেরিয়েছেন। সপ্তাহের প্রথম দিন হওয়ায় এদিন অন্যান্য দিনের মতোই মানুষ তাদের কাজকর্ম সারতে রাস্তায় বেরিয়ে পরেন। সকাল থেকে জেলাসদর বারাসাতের ছবিটাও ছিলো অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। শহরের গুরুত্বপূর্ণ জায়গা তথা চাপাডালি মোড় কলোনি মোড় ডাকবাংলো মোড় সহ বারাসাতের বিভিন্ন বাজার গুলিতে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছবি ধরা পড়ে। বাদাঘাট স্বাভাবিক থাকলেও সকালের দিকে বেসরকারি বাসের সংখ্যা রাস্তা কম দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় রাস্তায় নামতে শুরু করেছে বাস। সকাল থেকে এখন অব্দি ট্রেন বন্ধের কোনো খবর নেই। সরকারি অফিস-আদালত সহ বেসরকারি অফিসও খোলা রয়েছে বেসরকারি। বন্ধের আশঙ্কায় রাস্তায় রয়েছি অতিরিক্ত পুলিশি নিরাপত্তা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas: বনধের দিনে স্বাভাবিক ছন্দে জেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement