North 24 Parganas News- প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হেনস্থা, অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

Last Updated:

প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হেনস্থা, অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে

+
থানায়

থানায় নিজেই লিখছেন অভিযোগ পত্র

#উত্তর ২৪ পরগনা: প্রতিবন্ধী তিনি, তবুও এতোটুকু সহানুভূতি নেই প্রতিবেশীদের। বাড়ি থেকে প্রতিবন্ধী যুবতীকে উচ্ছেদ করতে নিগ্রহের অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় বিভিন্ন স্তরে। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বল্লভ পাড়া এলাকার বাসিন্দা রাখি অধিকারী জন্ম থেকেই প্রতিবন্ধী। তার দুটো হাত না থাকলেও জীবন যুদ্ধের কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ, বিড়া বল্লভ পাড়ায় যে বাড়িতে তিনি রয়েছেন, সেখান থেকেই উচ্ছেদ করতে উদ্যোগী স্থানীয় বাসিন্দারা। এমনকি প্রতিবন্ধী রাখি অধিকারীর উপর মারধরের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই অত্যাচারের শিকার তিনি।
জীবনের দুঃখের কথা জানাতে গিয়ে প্রতিবন্ধী রাখি অধিকারী বলেন, জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ার কারণে বিভিন্ন সময়ে অত্যাচারের শিকার হয়েছেন। বিয়ের পর স্বামীর নির্যাতন চলছিল। যদিও এখন একাই থাকেন তিনি। প্রতিবন্ধী হলেও তিনি কারোর দয়ায় বাঁচতে না চেয়ে ট্রেনে হকারী করে জীবন কাটাচ্ছেন। নিত্যদিন শিয়ালদহ-বনগাঁ শাখার বিভিন্ন ট্রেনে ট্রেনে হকারী করেই পেট চালায় এই প্রতিবন্ধী মহিলা। বাড়ি থেকে উচ্ছেদ করতে প্রতিবেশীদের এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছে তার কাছে। প্রতিকার চাইতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাখি অধিকারী। এদিন অশোকনগর থানায় এসে, হাত না থাকার ফলে, নিজের পায়ের সাহায্যেই লেখেন অভিযোগ পত্র। পুরো ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ। প্রতিবন্ধীর ওপর মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই প্রতিবন্ধী এই মহিলাকে অত্যাচারের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অশোকনগরের সচেতন বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- প্রতিবন্ধী যুবতীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হেনস্থা, অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement