Didir Doot|| 'বৌমাকে ফিরিয়ে দিন', মন্ত্রীকে কাছে পেয়ে আজব আবদার শাশুড়ির, যা বললেন জ্যোতিপ্রিয়...

Last Updated:

Didir Doot: বৌমাকে ফিরিয়ে দিন, দিদির রক্ষা কবজে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কাছে পেয়ে আজব আবদার শাশুড়ির।

+
title=

গাইঘাটা: অদ্ভুত আবদার। দিদির রক্ষাকবচ অনুষ্ঠানে মন্ত্রীকে কাছে পেয়ে বৌমাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেন শাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগরণার গাইঘাটা থানার ধর্মপুর দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের তরঙ্গহাটি গ্রাম এলাকায়।
স্থানীয় সূত্র জানা যায়, ধর্মপুর দু-নম্বর গ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচিতে, এ দিন উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি গ্রামের বিভিন্ন এলাকায় যখন সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শুনছিলেন, তখন তরঙ্গহাটি গ্রামের বাসিন্দা গীতা সরকার মন্ত্রী কে সামনে পেয়ে বৌমাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
আরও পড়ুনঃ 'Now it's official', প্রেমে হাবুডুবু দিতিপ্রিয়া! জনপ্রিয় 'প্রেমিক' নায়ককে চেনেন? ছবি ফাঁস
অভিযোগকারীর দাবি, ১৫ বছর আগে তার ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল হরিণঘাটার থানার মাঝেরগ্রামের স্বপ্না সরকারের। বছর সাতেক আগে ছেলে পরেশ সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন বৌমা। তারপর থেকে বাড়ি ছাড়া সে। তাই বৌমাকে বাড়ি ফেরানোর আর্জি জানান গীতা দেবী। যদিও ওই অভিযোগ শুনে মন্ত্রী বলেন, এটা পারিবারিক বিষয়। তাঁর কিছু করার নেই। তবুও স্থানীয় পঞ্চায়েতকে বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।
advertisement
advertisement
বনমন্ত্রী এদিন গো-পোল এলাকায় একটি উপ স্বাস্থ্যকেন্দ্রেও যান। সেখানে সাধারণ মানুষ বনমন্ত্রীকে জানান স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নেই, পাশাপাশি ওষুধেরও অভাব রয়েছে এবং বেশ কিছু পরিকাঠামগত অভাব রয়েছে। অভিযোগ শুনে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বনমন্ত্রী।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Didir Doot|| 'বৌমাকে ফিরিয়ে দিন', মন্ত্রীকে কাছে পেয়ে আজব আবদার শাশুড়ির, যা বললেন জ্যোতিপ্রিয়...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement