North 24 Parganas News- পরিযায়ী শ্রমিক দাদার দেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন ভাই

Last Updated:

দেহ আসতেই গ্রামজুড়ে পরল কান্নার রোল

+
পরিযায়ী

পরিযায়ী শ্রমিক দের দেহ বাড়িতে আসতেই পড়ে যায় কান্নার রোল

#উত্তর ২৪ পরগনা: পেটের দায়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে গিয়েছিলেন। সেখানেই ঘটল দুর্ঘটনা। মাটি চাপা পড়ে মৃত্যু হল অশোকনগরের চার পরিযায়ী শ্রমিকের। এই খবর বাড়ি পৌঁছতেই, শোকে স্তব্ধ অশোকনগরের আশুদি গ্রাম। স্থানীয় সূত্রে জানা যায়, অশোকনগরের আশুদি গ্রামের তিন যুবক, নরযেস আলী, নুর আমিন মন্ডল, ফাইজুল মন্ডল ও সালার হাটের বাসিন্দা কুদ্দুস মন্ডল দিন ১৫ আগে কাজের সন্ধানে গিয়েছিলেন কেরলে। সেখানে এই পরিযায়ী শ্রমিকেরা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে কাজ না থাকায় অনেকেই পড়েছিলেন আর্থিক সংকটে। কেউ ডুবেছিলেন ধার-দেনায়, কেউবা মাথা গোঁজার ছাদ গড়তে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। আশুদি গ্রামের এই চার পরিযায়ী শ্রমিক জানিয়েছিলেন কিছু টাকা রোজগার হলে তারা ফিরবেন গ্রামে। আর ফেরা হলো না।
জানা গেছে, কেরলে কাজ করার সময় মাটিচাপা পড়ে মৃত্যু হয় আশুদি গ্রামের এই চার জন পরিযায়ী শ্রমিকের। পরিবারের রোজগেরে সদস্যকে হারিয়ে এখন অথৈ জলে এই চার পরিযায়ী শ্রমিকের পরিবার। এই ঘটনায় আশুদি গ্রামের বাসিন্দা জিয়ারুল মন্ডল ও ফারুক মন্ডল গুরুতর ভাবে ‌জখম হয়েছেন বলে সূত্রের খবর। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন মৃত পরিযায়ী শ্রমিক দের দেহ বাড়িতে ফিরতেই গোটা গ্রামজুড়ে পড়ে যায় কান্নার রোল।
advertisement
সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন আলি আহমেদ ৷ সেই বীভৎস দৃশ্যের কথা বলতে গিয়ে গলা আটকে গেল তার। দুপুরে টিফিন খেতে কিছুটা দেরি হতেই প্রাণ বেঁচে গেল তার। আর চোখের সামনে দেখলেন মাটির নীচে চাপা পড়ে শেষ হয়ে গেল নিজের ভাই সহ আরো তিন প্রতিবেশী ৷ অশোকনগরের চার পরিযায়ী শ্রমিকের সঙ্গে ঘটে যাওয়া সেই বীভৎস স্মৃতির কথা বলতে গিয়ে শিউরে উঠছেন অশোকনগরের আশুদি গ্রামের বাসিন্দা মৃত নর্জিস আলীর ভাই আলি আহমেদ ৷
advertisement
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- পরিযায়ী শ্রমিক দাদার দেহ নিয়ে গ্রামের বাড়িতে ফিরলেন ভাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement