Crime News: চার মাস আগে ডিভোর্স, প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব! এর পর যা হল, আঁতকে উঠল মিনাখাঁ
- Published by:Debamoy Ghosh
- local18
Last Updated:
বসিরহাট ষোলাদানা এলাকার রবিউল সর্দার নামে এক যুবকের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলী এলাকার বাসিন্দা এক তরুণীর।
জিয়াউল আলম, মিনাখাঁ: নিজের প্রাক্তন স্ত্রীকেই দ্বিতীয়বারের জন্য বিয়ে করতে চেয়েছিল স্বামী। স্বামীর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন স্ত্রীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁ থানার মালঞ্চের মৌলি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট ষোলাদানা এলাকার রবিউল সর্দার নামে এক যুবকের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল মালঞ্চ মৌলী এলাকার বাসিন্দা এক তরুণীর। মাস চারেক আগে স্ত্রীর সঙ্গে রবিউল সর্দারের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর গত দিন দশের আগে রবিউল আবার ওই তরুণীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ার জন্য মাঝেমধ্যেই রবিউল প্রাক্তন স্ত্রীকে খুন করার হুমকি দিত বলে অভিযোগ।
advertisement
advertisement
শেষ পর্যন্ত, রবিবার সন্ধ্যাবেলায় রবিউল ওই তরণীর মালঞ্চ মৌলি এলাকায় নিজের প্রাক্তন স্ত্রীর বাড়িতে এসে তাঁকে ফের বিয়ে করার কথা বলে। তরুণী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে গুলি করে খুন করার চেষ্টা করে। নিজের প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় রবিউল। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তরুণীর ডানহাতে লাগে।
advertisement
গুরুতর আহত অবস্থায় তরুণীকে পরিবারের লোকেরা মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পলাতক রবিউল সরদারের খোঁজে তল্লাশি শুরু করেছে মিনাখা থানার পুলিশ।
রাতেই ওই তরুণীকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ হাসপাতাল সূত্রে খবর, তরুণীর বাঁ হাতে গুলি লাগে৷ অস্ত্রোপচার করে রাতেই সেই গুলি বের করা হয়৷ তরুণীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 8:06 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: চার মাস আগে ডিভোর্স, প্রাক্তন স্ত্রীকে ফের বিয়ের প্রস্তাব! এর পর যা হল, আঁতকে উঠল মিনাখাঁ

