Loksabha Election 2024: জ্যোতিহীন উত্তর ২৪ পরগনায় নজর সব দলের! ভোটের প্রথম সভায় কী ইঙ্গিত দবেন মমতা?
- Published by:Salmali Das
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন উত্তর ২৪ পরগণায় বিশেষ নজর তৃণমূলের। চাকলায় কর্মীসভা থেকে তাই বিশেষ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর ২৪ পরগনা: জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন উত্তর ২৪ পরগণায় বিশেষ নজর তৃণমূলের। চাকলায় কর্মীসভা থেকে তাই বিশেষ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকলা দেগঙ্গা বিধানসভা যা বারাসাত লোকসভার অন্তর্ভুক্ত। এই লোকসভা টার্গেট বিজেপির। এছাড়া এই বিধানসভা এলাকায় শক্তি প্রদর্শন করতে চায় ISF। উত্তর ২৪ পরগণা জেলায় ৫ লোকসভা আসন।বনগাঁ লোকসভা নিয়ে ঠাকুরবাড়িকে সামনে রেখে ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করে ফেলেছে বিজেপি। মতুয়া গড়ের পাশেই তাই চাকলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকে সকলের নজর।
আরও পড়ুনঃ উপাচার্য হিসেবে বুধবার কাজ চালিয়ে গেলেন বুদ্ধদেব, নৈতিক সমর্থন ব্রাত্য-এর
ইতিমধ্যেই ব্যরাকপুরের সাংসদ আর জগদ্দলের বিধায়কের ঝগড়া প্রকাশ্যে চলে এসেছে। এই অবস্থায় ‘বালু’ বিহীন উত্তর ২৪ পরগনায় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে লোকসভার পূর্ণ প্রস্তুতি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের এই জেলার লোকসভা ভোটের ফল যদি দেখা যায়, তবে, ২০১৯ লোকসভা নির্বাচন – বারাসাতে তৃণমূল কংগ্রেস ৬৪৭৮১৯ বিজেপি ৫৩৭০৯৫ ফরওয়ার্ড ব্লক ১২৩৮১৭ কংগ্রেস ৩৭২৩৬
advertisement
লোকসভা – বনগাঁ বিজেপি ৬৮৫২৩৭ তৃণমূল কংগ্রেস ৫৭৫৩৮২ সিপিএম ৮৯৯৯৬
advertisement
লোকসভা – বসিরহাট তৃণমূল কংগ্রেস ৭৮১৯২০ বিজেপি ৪৩১১০৫ কংগ্রেস ১০৪১৩৭ সিপিআই ৬৮২৭৮
লোকসভা – ব্যারাকপুর বিজেপি – ৪৭১৪৯০ তৃণমূল কংগ্রেস – ৪৫৭৮৭০ সিপিএম – ১১৭৩৫৪
লোকসভা – দমদম তৃণমূল কংগ্রেস – ৫১১৭০৭ বিজেপি – ৪৫৮২৭০ সিপিএম – ১৬৭২৪৯ কংগ্রেস – ২৯০৬৬
advertisement
দেগঙ্গা বিধানসভা -তৃণমূল কংগ্রেস ১০০১০৫ RSMP ৬৭৫৬৮ বিজেপি ৩৮৪৪৬ ফরওয়ার্ড ব্লক ২৯৪২ নোটা ২১০০ বিএসপি ১৩৫৪এস ইউ সি আই ৭৮৭
চাকলার কর্মীসভা তাই রাজনৈতিক ভাবে নজরে। ১) গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়।২) জেলার কোর কমিটি গঠন। এবার নির্বাচনে বাড়তি দায়িত্ব কয়েকজনকে দেওয়া হতে পারে।৩) ১লা জানুয়ারি থেকেই পথে তৃণমূল কংগ্রেস ৪) জ্যোতিপ্রিয় মল্লিক বিহীন জেলায় সংগঠনের হাল ধরতে বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে সিনিয়রদের।
advertisement
ফলে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পরে আজ এই কর্মীসভা থেকে মমতা বন্দোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সামনেই লোকসভা ভোট। আর এই জেলায় নজর রয়েছে সব রাজনৈতিক দলের। সবচেয়ে বেশি লোকসভা ও বিধানসভা আসন এই জেলায়৷ ফলে নজর সবচেয়ে বেশি থাকবে এখানেই। রাজনৈতিক মহলের মতে আজ লোকসভার প্রচার তাই এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 8:58 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Loksabha Election 2024: জ্যোতিহীন উত্তর ২৪ পরগনায় নজর সব দলের! ভোটের প্রথম সভায় কী ইঙ্গিত দবেন মমতা?