Jadavpur University: উপাচার্য হিসেবে বুধবার কাজ চালিয়ে গেলেন বুদ্ধদেব, নৈতিক সমর্থন ব্রাত্য-এর
- Published by:Salmali Das
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বুধবার নীল বাতির গাড়ি চড়েই উপাচার্যের ঘরেও গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক বুদ্ধদেব সাউ। শিক্ষামন্ত্রী অবশ্য এতে অন্যায়ের কিছু দেখছেন না।
যাদবপুরঃ বিতর্ক যেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কে কেন্দ্র করে। সমাবর্তনের আগের দিন বহিষ্কারের নির্দেশিকা জারি করেছিলেন রাজ্যপাল। ঐদিন মধ্যরাতেই আবার রাজ্য সরকার তাঁর মেয়াদ বাড়ানোর নির্দেশিকা জারি করেছিলেন। এবার সমাবর্তনের পরে বিশ্ববিদ্যালয় বুধবার খুলতেই জল্পনার অবসান। বুধবার দিনভর উপাচার্য হিসেবেই কাজ চালিয়ে গেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব সাউ। এদিন দুপুরে অংক বিভাগে ক্লাস নেওয়ার পাশাপাশি উপাচার্যের কাজও চালিয়েছেন তিনি। নীল বাতির গাড়ি চড়েই যাবতীয় কাজ সামলেছেন। উপাচার্য বুদ্ধদেব সাউ দাবি করেন তিনি উপাচার্য হিসেবেই কাজ সামলে যাবেন। যদিও শিক্ষা মন্ত্রী এতে নৈতিকভাবেই সমর্থন জানিয়েছেন। তবে দফতরের সিদ্ধান্ত বা রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোন মন্তব্য করা থেকে এড়িয়ে গেছেন।
আরও পড়ুনঃ রাত দশটা বাজলেই বন্ধ শহরের এই ফ্লাইওভার, জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে!
তিনি অবশ্য এদিন বলেন “কোর্টের অর্ডার বা সরকারের নির্দেশ নিয়ে আমি কিছু বলতে পারব না। কোন উপাচার্যেরই ছ’মাসের বেশি থাকার মেয়াদ নেই। ফলে আইন অনুযায়ী সব উপাচার্যেরই পদত্যাগ করা উচিত। কিন্তু কেউ যদি পদত্যাগ না করেন তাহলে বুদ্ধদেব সাউ বা বাদ যাবে কেন? তবে আমার মনে হয় নৈতিকভাবে তিনি কাজটি ঠিকই করেছেন। কারণ যেভাবে মধ্যরাতে অর্ডারটি বেরিয়েছিল সেটি আইন পরিপন্থী।” মঙ্গলবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তনকে বেআইনি সমাবর্তন বলে দাবি করেছেন। শুধু তাই নয় উপাচার্যকে কেন বহিষ্কার করেছেন সে সম্পর্কেও তিনি তাঁর জায়গা স্পষ্ট করেছিলেন। তিনি আইন মানেন নি বলেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যপাল।
advertisement
advertisement
অন্যদিকে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউ কাজ চালিয়ে যেতে পারেন নাকি তা নিয়ে রেজিস্ট্রার কে চিঠি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন। অন্যদিকে রাজ্যপাল আইনি পথে যাওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন। তবে রাজ্যপালকে নিয়ে অবশ্য এদিন কোন মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী। অন্যদিকে ইউজিসির নির্দেশিকা মানা হবে না বলেও এদিন জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। রাজ্য সরকার তাঁর নিজের মতই বিশেষজ্ঞদের নিয়ে সিলেবাস তৈরি করছে বলেও জানিয়েছেন তিনি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2023 10:49 PM IST