রাত দশটা বাজলেই বন্ধ শহরের এই ফ্লাইওভার, জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে!

Last Updated:

আদালতের কাছে মামলাকারীর আবেদন, মা এবং উল্টোডাঙা ফ্লাইওভার রাতে খোলা থাকে। তাই নাগেরবাজার ওই ফ্লাইওভারও খুলে দেওয়া হোক।

কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা: ফ্লাইওভার আছে, কিন্তু রাত হলেই তা বন্ধ৷ ফলে ফ্লাইওভারের নীচের রাস্তা দিয়ে যেতে গিয়ে যানজটের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷ এমন কি, সঙ্কটজনক রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও দেরি হচ্ছে৷ এমন অভিযোগ জানিয়েই রাতের বেলা নাগেরবাজার ফ্লাইওভার খুলে রাখার আবেদন জানিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে৷
কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন সৌনক সর্বজনা নামে এক আইনজীবী৷ মামলাকারীর অভিযোগ, প্রতিদিনই রাত দশটা থেকে সকাল পর্যন্ত নাগেরবাজার উড়ালপুল বন্ধ করে দেয় পুলিশ৷ এমন কি, অ্যাম্বুল্যান্সও ওই ফ্লাইওভারে উঠতে পারে না৷ বাধ্য হয়ে নীচের যশোর রোড ধরে যাতায়াত করতে হয় ছোট গাড়িগুলিকেও৷ অথচ রাতের বেলা লরি সহ মালবাহী গাড়ির জন্য ওই এলাকায় রাস্তায় তীব্র যানজট তৈরি হয়৷ বিশেষত অমরপল্লি থেকে নাগেরবাজার পর্যন্ত পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷ সামান্য পথ পেরোতেই কোনও কোনও সময় এক ঘণ্টাও সময় লেগে যায়৷
advertisement
advertisement
আদালতের কাছে মামলাকারীর আবেদন, মা এবং উল্টোডাঙা ফ্লাইওভার রাতে খোলা থাকে। তাই নাগেরবাজার ওই ফ্লাইওভারও খুলে দেওয়া হোক। ওই সময় ছোট গাড়ি যেতে দেওয়া হোক। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। যেহেতু উত্তর চব্বিশ পরগণা, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে কলকাতায় রেফার করা বহু রোগীকে ওই পথ ধরেই কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়, তাই ফ্লাইওভার বন্ধ থাকায় রাতে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাঁদের আত্মীয়রাও৷
advertisement
আগামী মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাত দশটা বাজলেই বন্ধ শহরের এই ফ্লাইওভার, জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement