North 24 Parganas News: রাতারাতি গোটা বনগাঁ জুড়ে লাড্ডুর চরম আকাল! মিলছেনা একটাও! কারণ শুনলে চোখ কপালে উঠবে!
- Reported by:RUDRA NARAYAN ROY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
মতুয়া পিঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের উপরই ভরসা রেখে পুনরায় বিজেপির তরফ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে বনগাঁ লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে।
উত্তর ২৪ পরগনা: বনগাঁ জুড়ে এক রাতেই তৈরি হল লাড্ডুর আকাল! অবাক লাগলেও স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখন এমন কথাই বলছেন। মতুয়া পিঠস্থান ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুরের উপরই ভরসা রেখে পুনরায় বিজেপির তরফ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে বনগাঁ লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে। মতুয়া ভোট ব্যাঙ্ক নিজেদের অনুকুলে রাখতেই শান্তনুর উপর ফের আস্থা রাখল বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর তাই নাম ঘোষণার পরেই বনগাঁ এলাকার নানা দোকানের থেকে কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে গেল সব লাড্ডু।
আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘণ্টা! ঝেঁপে আসছে বৃষ্টি! তুমুল ঝড়বৃষ্টি কলকাতায়!আবহাওয়ার বড় আপডেট
দলীয় কর্মী সমর্থক থেকে স্থানীয়দের মধ্যে বিতরণ করা হয় পেটি পেটি লাড্ডু। সঙ্গেই চলে আবির মাখিয়ে উল্লাস। এমন ছবিই ধরা পরল বনগাঁর সংসদীয় এলাকার নানা প্রান্তে। ২০১৯ এর লোকসভা ভোটে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁয় বাজিমাত করেছিল বিজেপি। ঠাকুর বাড়িতে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিও। মতুয়া অধ্যুষিত বনগাঁ কেন্দ্র থেকে জয়লাভ করলেও, দীর্ঘ বছর পেরিয়ে গেলেও নাগরিকত্ব নিয়ে কোন সুরাহা দেখাতে পারেনি গেরুয়া শিবির। এমনকী বিষয়টি নিয়ে মাঝে বেসুরও হতে দেখা যায় সাংসদ শান্তনু ঠাকুরকে। অবশেষে, কেন্দ্রীয় নেতৃত্ব নানা ভাবে বুঝিয়ে শান্তনুকে বাগে আনলেও নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ায় বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে মতুয়াদের বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর গত পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে এর ফসলই ঘরে তুলেছিল তৃণমূল।
advertisement
advertisement
নাগরিকত্ব আইন কার্যকর না হওয়ার পাশাপাশি সম্প্রতি আধার কার্ড নিষ্ক্রিয় করা নিয়েও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে মতুয়াদের একটা বড় অংশের। আর তার মাঝেই আবারও শান্তনুকেই প্রার্থী করল বিজেপি। শান্তনু ঠাকুর জানান, “দল যোগ্য মনে করেছে, তাই প্রার্থী করেছে। নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মতুয়াদের উন্নয়ন এবং ঠাকুরবাড়ি কেন্দ্রিক উন্নয়ন নিয়েও কথা হয়েছে। কেন্দ্রের সহায়তাতেই ঠাকুরবাড়িতে ভক্তদের প্রসাদ খাওয়ার ঘর তৈরি হচ্ছে বলেও জানান তিনি।” তবে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই বনগাঁ জুড়ে বিজেপি সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়েছে। আর এই আনন্দ উদযাপনের জন্যই এলাকায় ব্যাপক বিক্রি বেড়েছে লাড্ডুর। ফলে মুখে হাসি ফুটেছে বিক্রেতাদের।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2024 8:29 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রাতারাতি গোটা বনগাঁ জুড়ে লাড্ডুর চরম আকাল! মিলছেনা একটাও! কারণ শুনলে চোখ কপালে উঠবে!










