হোম /খবর /উত্তর ২৪ পরগণা /
এ কেমন খেলা! তৈলাক্ত কলা গাছ বেয়ে উঠতে পারলে মিলবে ৫০০ টাকার নোট

কলা গাছে মাখানো গাদা গাদা সরষের তেল, খপখপ করে বেয়ে উঠতেই পারলেই মিলছে নোট

X
সেই [object Object]

ছোটবেলার অঙ্কই এখন বড় খেলা! তৈলাক্ত কলা গাছ বেয়ে উঠতে পারলে মিলবে এত্ত টাকা

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

বসিরহাট: ছোটবেলায় অঙ্ক বইতে পাটীগণিতের অঙ্ক নিশ্চয় সকলেই করেছেন৷ তাঁরা জানেন যে তৈলাক্ত বাঁশে বাঁদরকে উঠতে নামতে হত আর সেই অঙ্ক করতে নাজেহাল হতে হয় পড়ুয়াদের৷ এবার সেই অঙ্ককেই একেবারে খেলায় নিয়ে চলেছে বসিরহাটে, আসর পুুরো জমজমাট৷

 এ কেমন খেলা! কলা গাছ বেয়ে উঠতে পারলে মিলবে ৫০০ টাকার নোট। তেল মাখানো ন্যাড়া কলা গাছ বেয়ে উপরে উঠতে পারলেই কড়কড়ে ৫০০ টাকার নোট পেয়ে যাবেন! হ্যাঁ ঠিকই শুনেছেন! গ্রাম বাংলায় এখনই দেখা যায় এমন মজাদার খেলা।

আরও দেখুন

মোবাইল ইন্টারনেট, ভিডিও গেমস ধীরে ধীরে গ্রাস করছে শৈশবকে। আজকের দিনের বাচ্চাদের পড়াশোনার বাইরের পুরো সময়টাই অধিকার করে বসে আছে ইলেকট্রনিক গ্যাজেটগুলি। বর্তমান প্রজন্মের বেশির ভাগ বাচ্চাই জানে না মাঠে-ঘাটের খেলা। ঘরে একা একা বসে থেকে বাড়ছে মানসিক- শারীরিক সমস্যা, কমে যাছে মানুষের সাথে মেশার প্রবনতা। বাড়ছে মানসিক অবসাদ।

আরও দেখুন

আর সেজন্যই বসিরহাটের মিনাখাঁর হোসেনপুরে এক ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রামের কয়েকজন যুবকের উদ্যোগে এমন অদ্ভূত প্রতিযোগিতাই অনুষ্ঠিত হয়। যা দেখার জন্য এলাকার ৮ থেকে ৮০ শত শত মানুষ সমবেত হয়।

প্রতিযোগিতা শুরুর আগে একটি বিশাল আকৃতির কলাগাছে ভালভাবে সর্ষের তেল মাখানো হয়। আর সেই কলা গাছের উপরে আটকানো হয় একটি কড়কড়ে ৫০০ টাকার নোট। এরপর শুরু হয় প্রতিযোগিতা। কিন্তু পিচ্ছিল কলাগাছে সরসর করে ওঠা কি চাট্টিখানি কথা! একে পিচ্ছিল কলাগাছ। তাতে আবার ঘানির তেল মাখানো। ফলে উপরের দিকে তাক করে যতই চেষ্টা হচ্ছে কোনও কিছুতেই লাভ নেই। ঝাঁপিয়ে কয়েক ফুট উঠলে সুড়ুত করে নেমে যাচ্ছে গোড়ায়। কেউ আবার চোখ বন্ধ করে হাত পা দিয়ে ঝাপটে ধরে থাকছে কিছুক্ষণ। তার পর সড়াৎ করে নেমে আসছে। টাকা থাকছে অধরাই। আর এমন দৃশ্য দেখে হেসে কুপোকাত উৎসাহিত জনতা।

এমন ছবি দেখে যেন মনে হল গ্রাম বাংলার পুরনো দিন ফিরে এসেছে। একসময় এমনই খেলাধুলো প্রায়ই দেখা যেত। ছিলনা মোবাইল ছিলনা ইন্টারনেট। পড়াশোনার বাইরের সময় ঘর ছেড়ে মাঠে ফিরত কিশোর কিশোরী। তবে এভাবেই আবার ফিরে আসুক এইসব গ্রাম বাংলার খেলাধুলো। বাঁচিয়ে দিয়ে যাক শৈশব।

JULFIKAR MOLLA

Published by:Debalina Datta
First published:

Tags: Banana, Basirhat