North 24 Parganas News: নারায়ণপুরে নিজ হাতে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
- Reported by:ANUP CHAKRABORTY
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
অজয় ঘোষ, পেশায় একজন প্রোমোটার স্ত্রী টুম্পা ঘোষকে লক্ষ্য করে গুলি করে স্বামী অজয় ঘোষ, দুটি গুলি লাগে তার দেহে। খুন করার আত্মসমর্পণ করে।
নারায়নপুর : উত্তর ২৪ পরগণার নারায়নপুরের চন্দ্রানী এলাকায় স্ত্রীকে গুলি করে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর। এদিন ভোর রাতে আচমকা স্ত্রী টুম্পা ঘোষকে লক্ষ্য করে গুলি করে স্বামী অজয় ঘোষ, দুটি গুলি লাগে তার দেহে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় টুম্পা ঘোষের । খুন করার পর স্বামী অজয় ঘোষ নারায়নপুর পুলিশের কাছে আত্মসমর্পণ করে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় পারিবারিক বিবাদের জেরেই খুন। অভিযুক্ত অজয় ঘোষ পেশায় একজন প্রোমোটার ছিলেন বলে জানা যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নারায়নপুর থানার পুলিশ।
এই মুহূর্তে উত্তর ২৪ পরগণার বিধাননগরের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা নারায়নপুর থানায় পৌঁছেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী এমন ঘটেছিল যার জেরে স্ত্রী কে গুলি করে খুন করতে হলো? বা যে আগ্নেয়াস্ত্র দিয়ে খুন করা হয়েছে তা তিনি কোথায় পেলেন? এই সমস্ত যাবতীয় বিষয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুনঃ মাটি নয়, মাচার উপর বিশেষ ধরনের আলু চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে খুনে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থলে অর্থাৎ যেখানে টুম্পা ঘোষকে গুলি করে খুন করা হয়েছে সেখানে ফরেন্সিক আধিকারিকরা পৌঁছবেন। সেই কারণে পুলিশের পক্ষ থেকে বাড়িটি সিল করা হয়েছে।
advertisement
advertisement
নারায়ণপুর থানার পুলিশ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে যেমন কথা বলেছে, ঠিক তেমন এলাকার মানুষজনের সঙ্গেও কথা বলেছে কী নিয়ে ঝামেলা চলত? এলাকার মানুষজনের বক্তব্য প্রত্যেকদিনই তাদের বাড়িতে গন্ডগোল হতো। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই খতিয়ে দেওয়া হচ্ছে কী কারনে গন্ডগোল, যার জেড়ে খুন করতে হল স্ত্রীকে!
অনুপ চক্রবর্তী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 14, 2023 12:47 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: নারায়ণপুরে নিজ হাতে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর








