North 24 Parganas News- সরকারি স্কুলে ঘুসোঘুসি, সহকারি শিক্ষকের নাক ফাটিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক

Last Updated:

সহকারি শিক্ষককে ঘুসি মেরে নাক ফাটাল প্রধান শিক্ষক, আতঙ্কে পালালো ছাত্রছাত্রীরা

স্কুলে শিক্ষকদের মধ্যে হাতাহাতি
স্কুলে শিক্ষকদের মধ্যে হাতাহাতি
#উত্তর ২৪ পরগনা: নদিয়ার কৃষ্ণনগরের কলেজিয়েট স্কুলের শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনারই পুনরাবৃত্তি ঘটল উত্তর ২৪ পরগনায়। স্কুলের মধ্যেই সহকারি  শিক্ষকের নাক ফাটিয়ে দিলেন প্রধান শিক্ষক। রক্তাক্ত অবস্থায় পড়ে মাটিতে ছটফট করতে থাকা শিক্ষককে দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। স্কুলের মধ্যে এই রণক্ষেত্র পরিস্থিতি দেখে ছাত্রছাত্রীরা যে যেদিকে পারল ছুট দিল। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর উত্তরপাড়া এমএসকে স্কুলে (North 24 Parganas News)। প্রধান শিক্ষক জয়দেব ঘোষ তিনি তাঁর সহকর্মী শিক্ষক কার্তিক পালকে মারধর করেন বলে অভিযোগ এবং নাকে ঘুসি মেরে রক্ত বের করে দেন বলেও জানা যায়। স্কুলে চিৎকার চেঁচামেচি শুনে, স্থানীয়রা ছুটে এসে আক্রান্ত শিক্ষককে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসকের কথায় বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আক্রান্ত শিক্ষক কার্তিক পালের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ, এই অবস্থায় তিনি প্রতিনিয়ত স্কুল করেন (North 24 Parganas News)। প্রধান শিক্ষক জয়দেব ঘোষের কাছে দীর্ঘ দুই বছর ধরে তিনি ৫০ হাজার টাকা পান। সেই টাকা চাইতে গেলে তাকে হেনস্থা করে শারীরিক মানসিক নির্যাতন করেন। পাশাপাশি, অসুস্থতার কারণে কার্তিক বাবু বৃহস্পতিবার স্কুলে আসতে পারেননি বলে, আজ সকালে তিনি স্কুলে আসতেই প্রধান শিক্ষক জয়দেব ঘোষ কার্তিক পালের উপরে চড়াও হয়ে তাকে প্রথমে এলোপাতাড়ি মারধর করে। এর পরে নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গার থানার পুলিশ এসে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে। এই ঘটনায় অভিভাবকরা প্রধান শিক্ষক জয়দেব পালের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত জয়দেব পাল জানান, ওই শিক্ষক পড়ে গিয়ে আহত হয়েছেন। তিনি মারধর করেননি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Rudra Narayan Roy
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- সরকারি স্কুলে ঘুসোঘুসি, সহকারি শিক্ষকের নাক ফাটিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement