North 24 Parganas News- মেয়ে আটকে ইউক্রেনে, হাবড়ায় আতঙ্কের প্রহর গুনছেন বিশ্বাস পরিবার

Last Updated:

সকলের প্রার্থনা এখন একটাই, মেয়ে ভালো ভাবে বাড়ি ফিরে আসুক তাড়াতাড়ি

+
মোবাইলে

মোবাইলে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলছে বিশ্বাস পরিবার

#উত্তর ২৪ পরগনা: হাবড়া কুমারা পঞ্চায়েতে  ২০ বছরের নিশা বিশ্বাস ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে পরে। রুশ আগ্রাসনের জেড়ে ইউক্রেনের কিয়েবে গোবরডাঙ্গার স্বাগতা সাধুখাঁর মতো নিশাও আটকে পরে। গতকাল রাতে বোমের আওয়াজে, তার বাসস্থান কেঁপে ওঠে। সেই পরিস্থিতির কথা পরিবারকে জানায়, দুশ্চিন্তায় ভেঙে পরেন নিশা বিশ্বাসের পরিবার। ভারত সরকারের কাছে করজোড়ে আবেদন, তাদের মেয়ে সহ যারা যারা আটকে আছে তাদেরকে যেন ভারতে ফিরিয়ে আনা হয়। ৩ দিন পর নিশার বাড়ি ফেরার কথা ছিলো, সেই মত বিমানের টিকিট কাটাও ছিলো, কিন্তু বর্তমান সব উড়ান বন্ধ। নাওয়া খাওয়া ভুলে ভারত সরকারের দিকে তাকিয়ে নিশার পরিবার।
নিশার দিদি তুহিনা বিশ্বাস জানায়, ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটার সময় লাস্ট হোয়াটসঅ্যাপ কলে কথা হয়েছিলো। নিশা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে কান্নাকাটি করছে। গতকাল মধ্যরাতে নিশা যেখানে থাকে তার কাছাকাছি কোথাও ব্লাস্ট হয়েছে, ঘরের জিনিসপত্র কেঁপে ওঠে। যে হোস্টেলে থাকে তাদের সাথে নিশা কথা বলেছে,  হোস্টেল থেকে জানায় অ্যাটাক হয়ে গেছে। এখন আর বেড়ানো যাবে না। তাদের কাছে পর্যাপ্ত খাবারও নেই। নিশা বিশ্বাস কিয়েব মেডিক্যাল ইউনিভার্সিটিতে পড়ছে।পরিবার খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। মা তহমিনা বিশ্বাস ভারত সরকারের কাছে চোখের জল ফেলতে ফেলতে আবেদন করেন, তার মেয়ে কে যেন দেশে ফিরিয়ে আনা হয়। বাবা জুলফিকার বিশ্বাস জানান, মেয়ে তিন মাস আগে ডাক্তারি পড়তে যায় ইউক্রেনে, এই এলাকা থেকে একাই যায় মেয়ে নিশা। সকলের প্রার্থনা এখন একটাই, মেয়ে ভালোভাবে বাড়ি ফিরে আসুক তাড়াতাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- মেয়ে আটকে ইউক্রেনে, হাবড়ায় আতঙ্কের প্রহর গুনছেন বিশ্বাস পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement