North 24 Parganas: ট্রেন থেকে উদ্ধার হওয়া শিশু ফিরল পরিবারের কাছে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জিআরপির তৎপরতায় ট্রেন থেকে উদ্ধার হওয়ার শিশু ফিরল পরিবারের কাছে
রুদ্র নারায়ন রায়, উত্তর ২৪ পরগনা: জিআরপি তৎপরতায় আরো একবার সন্তানকে ফিরে পেল পরিবার। বনগাঁ ক্যানিং লোকাল হাবরা স্টেশনে পৌঁছাতেই রুটিনমাফিক চেকিংয়ে ব্যস্ত জিআরপি। খবর আসে এই গাড়িতে একাকী রয়েছে একটি বাচ্চা। ট্রেন যাত্রীরা একাকী থাকা ওই বাচ্চার সন্ধান জানিয়ে দেন হাবরা জিআরপি আধিকারিক বিমল সরকারকে। দেরি না করে বিমল সরকার তার সহকর্মীদের নিয়ে পৌছে যান ট্রেনের ওই কামরায়। বাচ্চাকে উদ্ধার করে তার নাম ও পরিচয় জানতে চাওয়া হলে বাচ্চাটি জানায় তার নাম অঙ্কিত। বাড়ি চাঁদপাড়ায়। আর কেউ সঙ্গে আছে কিনা জানতে চাইলে সে পরিষ্কার জানায় সে একাই। এরপর বাচ্চাটিকে জিআরপি আধিকারিক নিয়ে আসেন হাবরা জিআরপি অফিসে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় চাঁদপাড়া জিআরপি অফিস ও গাইঘাটা থানায়। এরপরই জানা যায়, বাচ্চাটিকে খুঁজে না পেয়ে তার পরিবার আজ সকালে একটি মিসিং ডায়েরি করেছেন গাইঘাটা থানায়। পরিবারের কাছে তড়িঘড়ি খবর দেওয়া হয়। গাইঘাটা থানায় পরিবারের লোকজন ছুটে আসে এবং পুলিশের তরফ থেকে বাচ্চাটির ফটো দেখানো হয়। সেই ফটো দেখেই বাচ্চাটিকে সনাক্তকরণ করে পরিবার। এরপরই, তাদেরকে আসতে বলা হয় হাবড়া জিআরপি অফিসে। হাবরা জিআরপি অফিসে আসলে গাইঘাটা থানা এবং হাবরা জিআরপির উপস্থিতিতে বাচ্চাটিকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। বাচ্চাটিকে ফিরে পেয়ে খুশি তার পরিবারের সদস্যরাও। ধন্যবাদ জানিয়েছেন হাবরা জিআরপি এবং গাইঘাটা থানা কে। কেন ও কিভাবে সকলের নজর এড়িয়ে ট্রেনে উঠে পড়ল বাচ্চাটি! তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউই। পরবর্তী সময়ে পরিবারের তরফ থেকে জানানো হয়, এরপর থেকে বিশেষ নজরে রাখা হবে ওই শিশুটিকে।
Location :
First Published :
March 09, 2022 6:28 PM IST