উত্তর ২৪ পরগনা: আবারও পুরনো গৌরব ফিরে পেল কলকাতা। করোনা অতিমারির জন্য বন্ধ হওয়া এতিহাদ এয়ারলাইন্স পুনরায় পরিষেবা চালু করল কলকাতা- আবু ধাবি রুটে। চলতি বছরের ১৫ মার্চ এই রুটেই বিমান চলাচল শুরু করেছিল এয়ার আরবিয়া। তার কয়েকদিনের মধ্যেই এবার পুরনো রুটে ফের যাত্রা শুরু করল এতিহাদ। সপ্তাহে চারদিন বিমান চালাবে এতিহাদ। রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার করে বিমান চলাচল করবে বলেই কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। এর জন্য এয়ারবাস এ৩২০ মডেলের বিমান ব্যবহার করবে এই সংস্থা। বিমানে বেশ কয়েকটি বিজনেস ক্লাস আসনের ব্যবস্থাও রয়েছে।
তবে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে যাওয়ার জন্য সোম, বুধ এবং শুক্রবার বিমান চালাচ্ছে এয়ার আরবিয়া। অর্থাৎ সপ্তাহে সাতদিনই ‘সিটি অফ জয়’ কলকাতা থেকে সরাসরি মরুশহর আবু ধাবিতে যাওয়া যাবে নির্বিঘ্নে। এদিন আবু ধাবি থেকে কলকাতায় আসেন ১৫২ জন বিমানযাত্রী। আবার কলকাতা থেকে আবু ধাবি উড়ে যায় ১২৬ জন বিমান যাত্রী। কলকাতা থেকে সংযুক্ত আরব আমিরশাহীর প্রাণকেন্দ্র দুবাই এবং কাতারের রাজধানী দোহা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা থাকলেও আবু ধাবি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। মার্চ মাস থেকেই দুটি বিমানসংস্থা এই রুটে যাত্রী পরিষেবা শুরু করায় দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা, সংস্কৃতির মেলবন্ধন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। যাত্রীদের ক্ষেত্রেও বাড়বে সুবিধা।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Etihad, Kolkata Airport