North 24 parganas News: নৃশংস! সম্পত্তি নিয়ে তুমুল বিবাদ, ভাইকে ছাদ থেকে ধাক্কা দাদার
- Reported by:ARUN GHOSH
- hyperlocal
Last Updated:
North 24 parganas News: অভিযোগ, তর্কাতর্কির মাঝেই ভাই গোবিন্দকে বেধড়ক মারধর করা হয়। এরপরই নাকি তাঁকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন দাদা গোপাল।
টিটাগড়: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ। তার জেরে ভাই গোবিন্দ যাদবকে বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দাদা গোপাল যাদবের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে টিটাগর লক্ষ্মীঘাট পোস্টঅফিস সংলগ্ন এলাকায় । ঘটনার খবর পেয়ে রাতেই খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত দাদা-সহ বাড়ির কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।
সম্পত্তি নিয়ে গণ্ডগোল যাদব পরিবারে প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। শুক্রবার রাতে গোবিন্দ কাজ থেকে বাড়ি ফেরার পর ফের সম্পত্তিগত বিষয় নিয়ে দাদার সঙ্গে তাঁর বিবাদ বাঁধে। পরিবারের অন্যান্য সদস্যরা তাতে জড়ো হয়। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই ভাই গোবিন্দকে বেধড়ক মারধর করা হয়। এরপরই নাকি তাঁকে বাড়ির ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন দাদা গোপাল। পড়ে গিয়ে গুরুতর চোট পান গোবিন্দ । স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালে নিয়ে যায় । এরপর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সে এখন চিকিৎসাধীন।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে পরিবারে ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল নিজেদের মধ্যে বিচার সভা বসেছিল কিন্তু তাতেও কোন সুরাহা হয়নি। শুক্রবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। প্রচণ্ড কথা কাটাকাটি হতে থাকে নিজেদের মধ্যে এমন সময় হঠাৎ ছোট ভাইকে সজরে ধাক্কা মারেন দাদা।ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। এই ঘটনার পর পুলিশ দাদা গোপাল যাদবকে থানার পুলিশ আটক করে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অশঙ্কাজনক অবস্থা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গোবিন্দ যাদব।
advertisement
অরুণ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2023 1:11 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas News: নৃশংস! সম্পত্তি নিয়ে তুমুল বিবাদ, ভাইকে ছাদ থেকে ধাক্কা দাদার