Durga Puja 2023: ইছামতীর তীরে প্রাচীন ঠাকুরদালানে শতাব্দীপ্রাচীন দুর্গাপুজোয় ইতিহাসের গন্ধ

Last Updated:

Durga Puja 2023: টাকির ইতিহাস ঘাটলে পরতে পরতে দেখা মেলে ঐতিহাসিক নিদর্শন। টাকির মাটি  ইতিহাস সমৃদ্ধ

টাকিতে ভারতের প্রাক্তন জেনারেল শংকর রায় চৌধুরীর বাড়ির ঠাকুরদালান
টাকিতে ভারতের প্রাক্তন জেনারেল শংকর রায় চৌধুরীর বাড়ির ঠাকুরদালান
জুলফিকার মোল্যা, বসিরহাট:  ওপার বাংলা থেকেও এক সময় অনেকে টাকিতে পুজো দেখতে আসতেন প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে। টাকির ইতিহাস ঘাটলে পরতে পরতে দেখা মেলে ঐতিহাসিক নিদর্শন। টাকির মাটি  ইতিহাস সমৃদ্ধ। প্রাচীন জমিদার বাড়ি থেকে শুরু করে পুরাতন মন্দিরের দেখা মেলে টাকিতে। আর এই টাকির বুকে আজও দেখা মেলে ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পুরাতন বাড়ি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতীর পাড়ে টাকি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর। সেখানেই আগে জমিদারি করতেন রায়চৌধুরীরা।
শঙ্কর রায়চৌধুরীর বাড়ির এই পূজা কয়েকশো বছরের পুরাতন। কথিত, এই বাড়িতে কেদার রায়চৌধুরী পুজো শুরু করেছিলেন। সেখান থেকে এই পুজো চলে আসছে। আজও রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা টাকি বেড়াতে এলে ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি পরিদর্শন করে যান। বাড়িটির সর্বত্র  প্রাচীনত্বের ছোঁয়া পাওয়া যায়।
advertisement
স্থানীয় বাসিন্দা মৃণালকান্তি রায় জানান, “স্বাধীনতার আগে অবিভক্ত বাংলার সময় ওপার বাংলা থেকে লোকজন আসতেন এই পুজো দেখতে। এখন সীমান্তের বেড়াজালে কারণে সেগুলো পুরোপুরি বন্ধ।”  টাকিতে  শঙ্কর রায়চৌধুরীর বাড়ি সংলগ্ন একটি ঠাকুরদালান আছে। কথিত আছে, দেবীবিগ্রহ তৈরি থেকে শুরু করে রং হওয়া পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা থাকেনএই দালানেই।
advertisement
প্রাচীনকাল থেকে বংশপরম্পরায় কুমোররা এই প্রতিমা তৈরি করেন। পঞ্চমীর দিন এই দুর্গা ঠাকুর পুরোপুরি খুলে দেওয়া হবে। তার পর পুজো শুরু হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: ইছামতীর তীরে প্রাচীন ঠাকুরদালানে শতাব্দীপ্রাচীন দুর্গাপুজোয় ইতিহাসের গন্ধ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement