Durga Puja 2023: ইছামতির তীরে ৩০০ বছর ধরে জমিদারবাড়ির ঠাকুরদালানে মৃন্ময়ী দশভুজার আরাধনা
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durga Puja 2023: টাকি অঞ্চলে সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকেই
জুলফিকার মোল্যা, বসিরহাট: টাকি! ভারত-বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর কোলে ছোট্ট এক চিলতে শহর। রায়চৌধুরী, মুন্সি, টাকি পুবের বাড়ি-সহ একাধিক জমিদার বাড়ি রয়েছে এই প্রাচীন সীমান্ত শহর টাকিতে। এখানকার বেশিরভাগ জমিদার বাড়িতেই আড়াইশো থেকে তিনশো বছর ধরে সাড়ম্বরে পালিত হয়ে আসছে মৃন্ময়ীর আরাধনা। তার মধ্যে অন্যতম হল টাকি জোড়া মন্দির পাড়ার মুখোপাধ্যায় পরিবারের পুজো।
টাকি অঞ্চলে সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকেই। টাকিতে জমিদারি প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন জমিদার রামকান্ত রায়চৌধুরী। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রধান সচিব ছিলেন। তাঁর সময় থেকেই রায়চৌধুরী পরিবারের বিস্ময়কর উন্নতির সূচনা।
advertisement
কথিত, টাকির জমিদার রামকান্তের ছেলে শ্রীনাথ তাঁর গুরু হরিরাম বিদ্যাবাগীশের গৃহ পুনর্নির্মাণের সময় তিনি তাঁর প্রদত্ত শিবলিঙ্গকে টাকিতে নিয়ে আসেন এবং গুরুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণবাড়ির খাসজমির ওপর নির্মাণ করেন জোড়া শিবের মন্দির এবং তার সামনে একটি ‘বৃহৎ পুষ্করিণী’ খনন করেন। সেখানে এখনও স্বমহিমায় পালিত টাকি মুখোপাধ্যায় পরিবারের দুর্গার আরাধনা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 4:59 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Durga Puja 2023: ইছামতির তীরে ৩০০ বছর ধরে জমিদারবাড়ির ঠাকুরদালানে মৃন্ময়ী দশভুজার আরাধনা
