North 24 Parganas News- করোনার থাবা এবার অশোকেশ্বরী কালী মন্দিরে, পুরোহিত আইসোলেশনে যেতেই মন্দির বন্ধের সিদ্ধান্ত।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
মন্দিরের মূল পুরোহিতের ছেলে করোনা পজিটিভ হওয়ায় গোটা পরিবারকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
#উত্তর ২৪ পরগনা:করোনার থাবা এবার অশোকনগরের সুপ্রসিদ্ধ অশোকেশ্বরী কালী মন্দিরে। জানা গেছে, মন্দিরের মূল পুরোহিতের ছেলে করোনা পজিটিভ হওয়ায় গোটা পরিবারকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুরোহিতের অনুপস্থিতে সাত দিনের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এদিন সকাল থেকেই কালী মাকে পুজো দিতে অশোকেশ্বরী কালী মন্দিরে আসেন বহু ভক্তরা। মন্দির বন্ধ থাকায় মাকে পুজো দিতে না পেরে হতাশ হন তারা। পরে অবশ্য বাইরে দাঁড়িয়ে কোনক্রমে এদিনের পুজো করেই মন্দির বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। মূল পুরোহিত আইসোলেন থেকে বেরিয়ে এলেই ফের স্বাভাবিক হয়ে যাবে মন্দিরে পুজো, এমনটাই জানালেন মন্দির কমিটির কোষাদক্ষ্য তন্ময় চ্যাটার্জী।
Location :
First Published :
January 24, 2022 6:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- করোনার থাবা এবার অশোকেশ্বরী কালী মন্দিরে, পুরোহিত আইসোলেশনে যেতেই মন্দির বন্ধের সিদ্ধান্ত।