North 24 Parganas News: দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চোখের হালচাল পরীক্ষা করা হচ্ছে

Last Updated:

পথ দুর্ঘটনায় এড়াতে গাড়ি চালকদের চোখের অবস্থা পরীক্ষা করে দেখছে প্রশাসন

উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনা এড়াতে পরিবহণ শ্রমিকদের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা, জোর দেওয়া হল চক্ষু পরীক্ষার উপর। সাম্প্রতিককালে বেহালায় ট্রাকের ধাক্কায় ছাত্রের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য পরিবহণ দফতর। তারপর‌ই একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বসিরহাটের আঞ্চলিক পরিবহণ দফতর (আর.টি.ও)-এর উদ্যোগে বাস, লরি ও অটো চালক সহ প্রায় শতাধিক পরিবহণ শ্রমিকের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার ব‍্যবস্থা করল রাজ্য পরিবহন দফতর।
শনিবার বসিরহাট স্বাস্থ্য দফতরের সাহায্যে ও বসিরহাট মহকুমাশাসকের দফতরের সহযোগিতায় বসিরহাট মোটর ভেহিকেলসের সদর দফতরে একদিকে সুগার ও প্রেসার পরীক্ষা করা হল,
advertisement
অন্যদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হল চক্ষু পরীক্ষার উপর। গাড়ি চালাতে চোখের উপর বেশি চাপ পড়ে। চালকদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীরের অঙ্গ চক্ষু। সেটাকে ঠিক রাখাই মূল লক্ষ্য পরিবহণ দফতরের। ইদানিংকালে একের পর এক দুর্ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। তারপরই একের পর এক এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
এদিকে বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ পেয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পরিবহণ শ্রমিকরা। এই প্রসঙ্গে বেসরকারি পরিবহণ শ্রমিক অজয় কুন্ডু বলেন, বিগত দিনে এইসব চালক ও খালাসী পরিবহণ শ্রমিকরা বিনা পয়সায় কোনও স্বাস্থ্য পরিষেবা পায়নি। দিনে দিনে দৃষ্টি শক্তি হারিয়ে কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে বা কেউ বাড়িতে বসে রয়েছে। তাই এই চক্ষু পরীক্ষা এক নতুন দিগন্ত খুলে দিল বলে মনে করছেন শ্রমিক সংগঠনের সদস্যরা।
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চোখের হালচাল পরীক্ষা করা হচ্ছে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement