North 24 Parganas News: গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তদন্তে খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas: ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতি ও বিডিও প্রতিনিধি সহ সাত জন একটি দল যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান। যেসব জায়গায় নদী বাঁধের শাল বোল্লার কাজ হয়েছে পাশাপাশি রাস্তা নদীর ধারে ম্যানগ্রোভ রোপন করা হয়েছে সেখানে কাজের গুণগতমান যাচাই করেন।
বসিরহাট: হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তদন্তে ডেপুটি ম্যাজিস্ট্রেট, অস্বীকার প্রধানের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত ঘটনা। ১৯-২০, ২০-২১, ২১-২২ ও ২২-২৩ অর্থবর্ষেবিভিন্ন সরকারি কাজের টাকা কাজ না করে তুলে নেওয়া হয়েছে। এমনকি সামান্য কাজ করে পুরো অর্থ তোলার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে চলতি বছরের মার্চ মাসের ২২ তারিখে তাপস মল্লিক, সমীর মজুমদার সহ ১৫ জন দুর্নীতির অভিযোগ করেন।
হিঙ্গলগঞ্জের দক্ষিণ মন্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সমীর মজুমদার যোগেশগঞ্জ পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে তুলে ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা জেলাশাসক বসিরহাট মহকুমা শাসকের দফতর হিঙ্গলগঞ্জ বিডিও-কে লিখিত অভিযোগ দায়ের করেছেন এমনকি নবান্নেও চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুন – Cyclone Mocha Update: বঙ্গোপসাগরের ওপর ফুঁসবে, তাতেই নির্ভর বাংলার আবহাওয়া, দাবদাহ না বৃষ্টি
advertisement
advertisement
অভিযোগের ভিত্তিতে বসিরহাট মহাকুমার শাসক মৌসম মুখোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন । সেই তদন্তে মহকুমা শাসকের দফতরে খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতি ও বিডিও প্রতিনিধি সহ সাত জন একটি দল যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান। যেসব জায়গায় নদী বাঁধের শাল বোল্লার কাজ হয়েছে পাশাপাশি রাস্তা নদীর ধারে ম্যানগ্রোভ রোপন করা হয়েছে সেখানে কাজের গুণগতমান যাচাই করেন।
advertisement
এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট তার প্রতিনিধি দল হেমনগর ও নটোবর গ্রামে যেসব জায়গায় সরকারি প্রকল্পের কাজ হয়েছিল সেগুলো সরজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি নদীমাতৃক এলাকা, রাস্তা পরিদর্শন করেন কতটা কাজ হয়েছে! যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র নাথ বৈদ্য বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে এর কোন বাস্তবতা নেই। এর আগেও দুবার তদন্ত হয়েছে কিছু পায়নি আপনারা সরজমিনে খতিয়ে দেখুন তারপরে বলুন আমাদের।’ বসিরহাট মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বিশ্বাস বলেন, ‘তদন্ত চলছে, এখন কিছু বলা যাবে না’। যদিও ঘটনা প্রসঙ্গে বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখার্জি বলেন, “যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কিছু অভিযোগ পেয়েছিলাম। তার জন্য আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুসন্ধানে গিয়েছিলেন। উনি বিস্তারিত অনুসন্ধান করেছেন। রিপোর্টটি জমা পড়লে আমি এ ব্যাপারে আরো বিস্তারিত বলতে পারব।”
advertisement
Julfikar Mollya
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 3:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তদন্তে খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট