Mother and Son: বাবাকে ধাঁইধাঁই করে তাড়া, তারপরেই হাঁসুয়া নিয়ে মায়ের ওপরে...
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Mother and Son: বড়ঞাতে নিজের মা কে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে ! এলাকায় চাঞ্চল্য
মুর্শিদাবাদ: নিজের মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার হাপিনা গ্রামে। ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপ মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মঙ্গলী দাসের।
প্রতিবেশিরা জানিয়েছেন, মৃতের ছেলে শ্রীমন্ত দাস দীর্ঘ দিন থেকেই মানসিক ভারসাম্যহীন। আর সেই কারণেই বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে তার মাকে বলে অভিযোগ।
পরিবারের সদস্য জলধর মণ্ডল জানিয়েছেন, গত পনেরো বছর ধরেই মানসিক রোগে আক্রান্ত। যখন ওষুধ খেতো তখন ভাল থাকতেন, আর ওষুধ না খেলেই মানসিক ভারসাম্যহীন হয়ে পরত। প্রথমে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে তাড়া করে, পরে তার মাকে সামনে পেয়েই মঙ্গলি দাসকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
আরও দেখুন
ঘটনার খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ খুনের ঘটনায় অভিযুক্ত শ্রীমন্ত দাসকে গ্রেফতার করে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে।
বড়ঞা থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, এই খুনের ঘটনায় ছেলে শ্রীমন্ত দাসকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি, সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে।
advertisement
Koushik Adhikary
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2023 2:35 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Mother and Son: বাবাকে ধাঁইধাঁই করে তাড়া, তারপরেই হাঁসুয়া নিয়ে মায়ের ওপরে...