Dengue Update: ডেঙ্গি প্রতিরোধে অভিনব উদ্যোগ, কার্টুন চরিত্রে সচেতনতার পাঠ, শিশু বড় সকলকে

Last Updated:

শিশুদের ডেঙ্গি প্রতিরোধে সচেতন করতে দেওয়ালে কার্টুন চরিত্র নিউ বারাকপুর পুরসভার

+
ছবি

ছবি এঁকে ডেঙ্গু সচেতন

উত্তর ২৪ পরগনা: মশা মারতে কামান দাগানোর প্রবাদ অনেকেরই জানা, তবে এবার মশা মারতে পুরসভার উদ্যোগে দেওয়ালে কার্টুন দিয়ে সচেতনতার বার্তা এলাকাবাসীদের। ডেঙ্গি সচেতনতায় দেওয়ালে দেওয়ালে কার্টুন আঁকা হচ্ছে নিউ ব্যারাকপুর পুরসভায়। এলাকাবাসীদের পাশাপাশি যাতে ছোট বাচ্চারাও এই কার্টুনে মজার আনন্দের সঙ্গে কী ভাবে ডেঙ্গি প্রতিরোধ করতে হয় তা জানতে পারে তার জন্যই এই অভিনব উদ্যোগ।
বর্ষা নামতেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে জেলা জুড়ে। কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের কাজিপাড়ায় ডেঙ্গি আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। বনগাঁর আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর গ্রামে এক মহিলার মৃত্যু হয়েছে সম্প্রতি। ডেঙ্গি মোকাবিলায় তাই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে পুরসভার তরফে।
advertisement
শুধু তাই নয়, বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার উপরও জোর দেওয়া হচ্ছে। এলাকাবাসীদের পাশাপাশি স্কুল পড়ুয়া ও ছোট শিশুদের মধ্যেও ডেঙ্গির সচেতনতা বাড়াতে এলাকার দেওয়ালে আঁকা হয়েছে কার্টুন চরিত্রের মধ্যে দিয়ে সচেতনতার বার্তা।
advertisement
জানা গিয়েছে গত বছর ডেঙ্গিতে এলাকায় আক্রান্ত হয়েছিল ১৮ জন, এবার সংখ্যাটি দুই। যদি তারাও ইতিমধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। তবুও সচেতনতায় ঘাটতি দিতে নারাজ পুরসভা। তাই নানাভাবে ডেঙ্গি প্রতিরোধে তৎপর নিউ ব্যারাকপুর পৌরসভা। দেওয়ালে ডেঙ্গি মশার ছবি, ফেলে রাখা পাত্রে জল, রুখতে মশার বাড়াবাড়ি ব্যবহার করব মশারি প্রভৃতি নানা রকমের কার্টুন চরিত্র, ছড়া ও ছবি দেওয়ালে এঁকে ছোট শিশু থেকে বড় সকল বয়সের মানুষদের বোঝানো হচ্ছে।
advertisement
শহরের ২০টি ওয়ার্ডে ডেঙ্গি বাড়বাড়ন্ত রুখতে ফ্লেক্স, হোডিং, ব্যানার লাগিয়েও সচেতনতার চেষ্টা চালানো হচ্ছে। যাতে ছোটরাও এই রোগ প্রতিরোধে শামিল হতে পারে, তাই বিভিন্ন স্কুল কলেজের বিদ্যালয়ের দেওয়াল-সহ বিভিন্ন ওয়ার্ডের দেওয়ালে কার্টুন এঁকে এই অভিনব ভাবনায় ডেঙ্গি সচেতনতায় জোর দেওয়া হয়েছে।
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Dengue Update: ডেঙ্গি প্রতিরোধে অভিনব উদ্যোগ, কার্টুন চরিত্রে সচেতনতার পাঠ, শিশু বড় সকলকে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement