North 24 Parganas News- কন্যাশ্রী কাপে অনন্য সম্মান লাভ দত্তপুকুরের মহিলা ফুটবল ক্লাবের
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ সাফল্য, কন্যাশ্রী কাপে অনন্য সম্মান লাভ দত্তপুকুরের মহিলা ফুটবল ক্লাবের
#উত্তর ২৪ পরগনা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যব্যাপী কন্যাশ্রী কাপের খেলা চলেছে বেশ কিছুদিন ধরে। আর তারপরই সেই খেলায় কলকাতা মহিলা ফুটবল প্রতিযোগিতা ২১-২২-এ অনন্য সম্মান পেলেন দত্তপুকুরের এ আই এফ এফ অনুমোদিত জি সি রয় মেমোরিয়াল ফুটবল ক্লাব। এদিন এই অনন্য সম্মান তুলে দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন এ আই এফ এফ এর ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, আই এফ এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি, আই এফ এ সেক্রেটারি জয়দীপ মুখার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। কন্যাশ্রী কাপের অনন্য সম্মান পেয়ে খুবই খুশি দত্তপুকুরের মহিলা ফুটবল এর গর্ব দুর্গাদেবী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। জিসি রায় মেমোরিয়াল ফুটবল ক্লাবের জেনারেল সেক্রেটারির ছেলে দিব্যেন্দু কুমার রায় জানান, এই উদ্যোগ মেয়েদের খেলাধুলায় আরও উৎসাহ যোগাবে। মহিলাদের ফুটবল খেলায় এগিয়ে আসার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে এই ক্লাব সংগঠন। এলাকাসহ জেলার নানা প্রান্ত থেকে প্রতিভাদের তুলে এনে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তারা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। এলাকায় ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছিল এই মহিলা ফুটবল ক্লাব সংগঠন টি। এবার রাজ্যের মধ্যেও বিশেষ সম্মান লাভে খুশি মহিলা খেলোয়াড়েরাও। আগামী দিনে মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে। মেয়েরাও যে কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নয়, সেই জায়গা থেকেই আজ এই অনন্য সম্মান লাভ।
Location :
First Published :
March 11, 2022 3:22 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News- কন্যাশ্রী কাপে অনন্য সম্মান লাভ দত্তপুকুরের মহিলা ফুটবল ক্লাবের