Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনার সাক্ষী! মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরলেন একই পরিবারের সাত সদস্য
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Coromandel Express Accident: চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে তাঁরা রওনা দিচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। সকলেই কম-বেশি আহত হলেও প্রাণে বেঁচে ফিরেছেন।
বসিরহাট: বালাসোর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। সেই মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরলেন পরিবারের সাত সদস্য। চোখের সামনে মৃত্যুর আর্তনাদ দেখেও সশরীরে ঘরে ফিরলেন বসিরহাটের এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র গ্রামের একই পরিবারের দুই শিশু-সহ পাঁচ সদস্য। চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে তাঁরা রওনা দিচ্ছিলেন করমণ্ডল এক্সপ্রেসে। সকলেই কম-বেশি আহত হলেও প্রাণে বেঁচে ফিরেছেন।
তাঁদের পাশে দাঁড়িয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য শাহানুর মন্ডল ও নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহারাপ মন্ডল, পঞ্চায়েত সদস্য ও বসিরহাট থানার পুলিশ। জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল বলেন, “আমরা তাদের চিকিৎসা থেকে শুরু করে সরকারি আর্থিক ও সুযোগ-সুবিধা সব কিছু পাইয়ে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করব। আমরা তাঁদের পাশে আছি।”
advertisement
advertisement
এক মহিলা জানান, ট্রেন দুর্ঘটনায় বিকট আওয়াজ ও ঝাঁকুনিতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরতেই দেখে শুধু চারিদিকে রক্ত আর চিৎকার চেঁচামেচির। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাদের খোঁজ করতে শুরু করেন। অবশেষে পরিবারের সবার খোঁজ মিললে ঘটনাস্থল থেকে বেরিয়ে প্রায় দু’কিলোমিটার পায়ে হেঁটে একটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে নিজেরদের খরচেই প্রাথমিক চিকিৎসা করান। ঘটনাস্থল থেকে কোনও ক্রমে বাড়ি ফিরলেন সাত সদস্যই।
advertisement
উড়িষ্যায় রেল দুর্ঘটনার বিষয়টি জানার পর আশঙ্কায় ছিলেন এলাকাবাসী। অবশেষে পরিবারের সদস্যরাসশরীরে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই নিশ্চিন্ত সকলে।
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Coromandel Express Accident: ট্রেন দুর্ঘটনার সাক্ষী! মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরলেন একই পরিবারের সাত সদস্য