রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: গরম কিছুটা কমতেই মন খারাপ, গরমের প্রভাব থাকুক আরও বেশ কিছুদিন চাইছেন এই মৃৎশিল্পীরা। কেন এমন ইচ্ছা প্রকাশ! বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পরিমাণ। সূর্যের তেজ এতটাই বাড়েছে যে একটানা কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আর তাই ঘনঘন পান করতে হয় জল।
গরমকাল মানেই শরীরে বাড়ে জলের চাহিদা। অনেকেই জলের চাহিদা মেটাতে ব্যবহার করেন প্লাস্টিকের বোতল। দীর্ঘক্ষণ প্লাস্টিকের পাত্রে জল রাখলে তা গরম হয়ে ওঠে। পাশাপাশি প্লাস্টিকের পাত্রে জল না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তাই ইদানীং স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে মাটির জলের পাত্র। মাটির পাত্রের ওপরই ঝোঁক বাড়তেই মাটির জগ, বোতল-সহ নানা জলের পাত্রের চাহিদা এখন তুঙ্গে।
আর এই মাটির পাত্রের চাহিদার যোগান দিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পালপাড়ায় মৃৎশিল্পীদের বেড়েছে কর্মব্যস্ততা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আরও বেশ কিছুদিন চলুক গরমের প্রভাব, বাড়তি লাভের আশায় চাইছেন পালপাড়ার শিল্পীরা।
দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের পালপাড়ার বহু পরিবারই এখন এই মাটির কাজের ওপর নির্ভরশীল। তাদের তৈরি মাটির নানা পাত্র এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায়ও পৌঁছে যাচ্ছে দত্তপুকুরের পালপাড়ার তৈরি মাটির পাত্র। কেন মাটির পাত্রের এত চাহিদা? পালপাড়ার মৃৎশিল্পীরা জানালেন, এই পাত্রে জল রাখলে গ্রীষ্মের প্রখর তাপেও অনেকটাই ঠান্ডা থাকে জল। ফলে গলা ভিজাতে আরামদায়ক লাগে এই মাটির পাত্রে রাখা জল খেলে।
মাটির পাত্রের চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা হলেও লাভের মুখ দেখছেন পটুয়ারা। পাশাপাশি দত্তপুকুর এর তৈরি এই মাটির জলের পাত্র ইতিমধ্যেই জেলা-সহ বিভিন্ন রাজ্যে ব্যবসায়িক উদ্দেশে পাঠানো হচ্ছে। ফলে নতুন কর্মসংস্থানের পথ খুলে গিয়েছে এই মাটির তৈরি পাত্রকে কেন্দ্র করে। তাই আপনিও চাইলে গ্রীষ্মের দাবদাহের মধ্যে ঠান্ডা পানীয়র স্বাদ নিতে কিনে নিতেই পারেন মাটির তৈরি জলের বোতল। দাম একেবারেই সাধ্যের মধ্যে।
নানা কারুকার্য করা এই বোতল এখন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তবে আরও কিছুদিন এই উষ্ণ আবহাওয়া থাকলে বোতলের বিক্রি অতীতের ক্ষতির পরিমাণ অনেকটাই পুষিয়ে দেবে এমনটাই মনে করছেন মৃৎশিল্পীরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North 24 Parganas