Book Fair: আবারও নতুন প্রজন্মকে বইয়ের নেশায় বুঁদ করতে উদ্যগী হল বরুনহাট হাই স্কুল

Last Updated:

বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের মোবাইল আসক্তি থেকে উদ্ধার করতে বসিরহাট মহাকুমার বরুনহাট হাইস্কুলে আয়োজিত হল চারদিন ব্যাপী এক সপ্তাহ ধরেই চলবে পুস্তক মেলা।

+
title=

বসিরহাট: ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে বিদ্যালয়ে পুস্তক মেলা শুরু হল সুন্দরবনে। একটা সময় ছিল যখন সন্ধ্যা হলেই গ্রাম কিংবা শহর পাড়ার গলি দিয়ে গেলেই শৈশব অথবা কৈশরের বই পড়ার আওয়াজ কানে ভেসে আসত। আবার লোডশেডিং এর সন্ধ্যে কিংবা বৃষ্টির বিকেল বাড়ির বড় কোনো সদস্যকে ঘিরে ধরে গল্পের আসর বসত। জন্মদিনে বা কোনো শুভ মূহুর্তে বড়োদের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া যেত বই। সে যেন এক আশ্চর্য দুনিয়া। যেন বইয়ের পাতা ওলটানোর সঙ্গে সঙ্গে খুলে যাবে জ্ঞান ভাণ্ডারের দরজা। কুড়িয়ে নেব মণিমুক্তো।
তবে এই ছবির শেষ হয় প্রায় গত শতকের ছেলেমেয়েদের পর্যন্তই বলা যেতে পারে। সেই চেনা ছবি যেন হারিয়ে যেতে বসেছে। সেজন্য ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বরুনহাট হাই স্কুলে আয়োজিত হলো পুস্তক মেলা
আরও পড়ুনঃ দুবাইয়ে কাজে গিয়ে এ কী পরিস্থিতি বাংলার ৪৫ জনের! ফোনে আসছে শুধুই কান্না, খাবারও মিলছে না
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বরুনহাট হাইস্কুলে চারদিন ব্যাপী আয়োজিত এক সপ্তাহ ধরেই চলবে এই মেলা। বিদ্যালয় পাঠরত ছাত্র ছাত্রীদের পাশাপাশি প্রাক্তন ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা এই পুস্তক মেলায় অংশগ্রহণ করে।
advertisement
advertisement
বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রীদের মোবাইল আসক্তি বেড়ে গেছে, এমনই সময় বিদ্যালয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রথম দিন থেকেই এই মেলায় ছাত্র ছাত্রী থেকে অবিভাবকদের যথেষ্ট সাড়া লক্ষ করা গেছে।
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Book Fair: আবারও নতুন প্রজন্মকে বইয়ের নেশায় বুঁদ করতে উদ্যগী হল বরুনহাট হাই স্কুল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement