North 24Parganas News: নিউটাউনে বোমা উদ্ধারে বিতর্কে পুলিশ! সাধারণ যুবককে দিয়ে খালি হাতে সরানো হল বোমা
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:ANUP CHAKRABORTY
Last Updated:
North 24Parganas News: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের আতঙ্ক, যে কোনও মুহূ্র্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই ঘনবসতি এলাকায়।
নিউটাউন: নিউটাউন গৌরাঙ্গ নগর অভিযান স্পোর্টিং ক্লাবের কাছে গতকালের পর ফের বোমা উদ্ধার। আর সেই বোমা উদ্ধার ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজ, বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন প্রথম নিউটাউন থানায় খবর দেয় একটি কৌটো বোমা পড়ে আছে। থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, পুলিশ এক যুবককে সেই বোমা উদ্ধার করাচ্ছে হাত দিয়ে। উদ্ধার করার পরে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে পুলিশের গাড়িতে। এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের আতঙ্ক, যে কোনও মুহূ্র্তে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই ঘনবসতি এলাকায়।
advertisement
গতকালও এই জায়গাতেই দু’টি তাজা বোমা উদ্ধার হয়ে।ছিল সেক্ষেত্রে বোম স্কোয়াড টিম এসে বোমা উদ্ধার করেছিল। কিন্তু আজ একেবারে সম্পূর্ণ উল্টো চিত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণ এক যুবককে দিয়ে খালি হাতে সেই বোমা উদ্ধার করাল। পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও এই এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। এলাকার মানুষের দাবি বাইরে থেকে বহিরাগতরা এই বোমা রেখে গিয়েছিল। তাঁদের আরও দাবি, ভোটের সময় ভোট লুঠ করার জন্যই এই সমস্ত বোমা মজুত রাখা হয়েছিল।
advertisement
ভোটের দিন এই এলাকায় একাধিক ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। এমনকি এলাকার মানুষজন ব্যালট বক্স নর্দমায় ফেলে দিয়েছিলেন। সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আবার পুনরায় ভোট করিয়েছিল। সেদিনও একই চিত্র ধরা পড়েছিল। আর ঠিক সেখান থেকেই একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে দেখে আতঙ্কিত এলাকার মানুষজন।
অনুপ চক্রবর্তী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 2:15 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24Parganas News: নিউটাউনে বোমা উদ্ধারে বিতর্কে পুলিশ! সাধারণ যুবককে দিয়ে খালি হাতে সরানো হল বোমা