North 24 Parganas News: অনাদরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে, ধুলোর স্তর মূর্তিতেও

Last Updated:

আজ সেই বাড়ি পড়ে থাকে তালা বন্ধ অবস্থায়। বাড়িটির বেশ কিছু জায়গায় খসে গিয়েছে পলেস্তারা। শ্যাওলা ধরা দেওয়াল দেখলেই বোঝা যাবে কতটা অনাদরে থেকে স্মৃতি বহন করে চলছে এই 'স্মৃতির খেয়া' নামে বাড়িটি।

+
সাহিত্যিকের

সাহিত্যিকের বাড়ি

#উত্তর ২৪ পরগনা: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যপ্রেমীদের মনে এই মানুষটির এক একটি সৃষ্টি অতি যত্নে রাখা। এই কথা সাহিত্যিকের সাহিত্যে বারবার উঠে এসেছে প্রকৃতি ও মানুষ। তাঁর মতো এমন রোমান্টিক ও প্রকৃতি প্রেমী বাংলা সাহিত্যে প্রায় অমিল। রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে কথা সাহিত্যের ধারায় তিনি ছিলেন অন্যতম। অথচ এই 'আরণ্যক'-এর স্রষ্টার স্মৃতি আজ পড়ে রয়েছে অনাদরে।
এই মহান সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ৭৩তম তিরোধান দিবসের সপ্তাহে এমনই আক্ষেপের সুর শোনা গেল এলাকার বেশকিছু সাহিত্য অনুরাগীদের গলায়।
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগর এলাকার বারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটের আনাদর দেখলে, চোখে জল চলে আসবে যে কোনও সাহিত্যপ্রেমীর। নানা গাছগাছালিতে ঘেরা 'স্মৃতির খেয়া' নামে এই বাড়িতেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন কথা সাহিত্যিক। এই বাড়িতে বসেই রচনা করেছিলেন একের পর এক সাড়া জাগানো উপন্যাস।
advertisement
আজ সেই বাড়ি পড়ে থাকে তালা বন্ধ অবস্থায়। বাড়িটির বেশ কিছু জায়গায় খসে গিয়েছে পলেস্তারা। শ্যাওলা ধরা দেওয়াল দেখলেই বোঝা যাবে কতটা অনাদরে থেকে স্মৃতি বহন করে চলছে এই 'স্মৃতির খেয়া' নামে বাড়িটি।
advertisement
আজও বাড়ির বারান্দায় বিভূতিভূষণের আবক্ষ মূর্তি। তার উপরেও জমে রয়েছে ধুলো।
প্রতিবছর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম ও মৃত্যুদিনে গোপালনগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লাইব্রেরি ও এলাকার বেশ কয়েকটি সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কথাসাহিত্যিকের স্মরণে বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। বহু স্বনামধন্য ব্যক্তিত্বেরও পা পড়েছে এই 'স্মৃতির খেয়া'-তে। প্রত্যেকেই সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, বহু ইতিহাসের সাক্ষী থাকা এই বাড়িটি অধিগ্রহণ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি সংগ্রহশালা গড়ে তোলার। যাতে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে পারে সাহিত্যিকের অমোঘ সৃষ্টির সব ভান্ডার।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অনাদরে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে, ধুলোর স্তর মূর্তিতেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement