Bomb recovered: প্রাইমারি স্কুলের পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার দত্তপুকুরে
- Reported by:ZIAUL ALAM
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বারাসাত ব্লক ওয়ানের দত্তপুকুরে পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাপপুরে প্রাইমারি স্কুলের পাশের একটি দোকান ঘরের সামনে থেকে চারটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
দত্তপুকুর: বারাসাত ব্লক ওয়ানের পূর্ব খিলকাপুর পঞ্চায়েতের বাপপুরে প্রাইমারি স্কুলের পাশের একটি দোকান ঘরের সামনে থেকে চারটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিন সকালে বারাসাত ব্লক ওয়ানের পূর্ব খিলকাপুর পঞ্চায়েতে বাপ্পুর গ্রামের প্রাইমারি স্কুলের পাশের একটি দোকানের সামনে থেকে ৫১ ও ৫২ নম্বর বুথের বিপরীতে রাস্তার ধারে একটি দোকানে পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার হয়। দত্তপুকুর থানার পুলিশ এসে বোমাচারটি উদ্ধার করে নিয়ে যায়। আর তা নিয়েই অভিযোগ ও পাল্টা অভিযোগ শাসক ও বিরোধী পক্ষের।
এলাকার সাধারণ মানুষের দাবি ২০১৮ সালের পঞ্চায়েতে ব্যাপক গন্ডগোল হয়েছিল বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ধারাকে অব্যাহত রাখতেই ফের ২০২৩ এর ভোটের আগে সন্ত্রাস করার জন্যই বোমাগুলি রাখা হয়েছে । শাসক দলের পঞ্চায়েত সমিতির পদপ্রার্থী কাশেম আলী বিরুদ্ধে অভিযোগ করেন আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি।
advertisement
advertisement
তিনি বলেন ২০১৮ সালেও এভাবেই সন্ত্রাস করে ভোট লুট করেছিল তৃণমূল। আর একইভাবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে প্রকাশ্যে বোমা রেখে সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার, করতে এই কাজ করেছেন কাশেম আলীর লোকজন।
পাল্টা অভিযোগ করেছে শাসকদলের পঞ্চায়েত সদস্যের প্রার্থী কাশেম আলীও। তিনি বলেন যে, বিশ্বজিৎ মাইতি আইএসএফের রাজ্য সম্পাদক। তবে তিনি কিভাবে নির্দল প্রার্থীর হয়ে লাঙ্গল চিহ্নে এই ৫০/৫১ নম্বর বুথে নির্বাচনে দাঁড়ালেন। এটা কি করে বাছন? বিশ্বজিৎ বাবু আগে উত্তর দিন যে তিনি আদৌ আইএসএফে আছেন কিনা। এবার বুঝে নিন সন্ত্রাস কে বা কারা ছড়ানোর চেষ্টা করছে।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 26, 2023 4:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bomb recovered: প্রাইমারি স্কুলের পাশ থেকে চারটি তাজা বোমা উদ্ধার দত্তপুকুরে








