Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ‍্যের মধ‍্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই

Last Updated:

Bangla News: অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তারা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।

+
সাধ‍্যের

সাধ‍্যের মধ‍্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই

বসিরহাটঃ বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির। আর এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। ইচ্ছে থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই টাকার অভাব আবার কেউ সময়ের অভাবে যেতে পারেন না।
পাশাপাশি হিমালয়ের বুকে এই মন্দির কয়েক মাসের জন্য বন্ধও থাকে। সেই জন্য অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তাঁরা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।
advertisement
advertisement
একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি কেদারনাথ মন্দিরে এসেছেন। বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকার কয়েকজন যুবক হিমালয়ের বুকে উত্তরাখন্ডে কেদারনাথে গিয়ে এই মন্দির তৈরির মনবাসনা  করেন।
বাড়ি ফিরেই এই মন্দির তৈরি শুরু করেন উদ্যোক্তারা। এই মন্দির দেখতে হিমালয়ের বুকে গড়ে ওঠা কেদারনাথের মত হলেও আকারে অত বড় নয়। স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই কেদারনাথ মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ‍্যের মধ‍্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement