Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ্যের মধ্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bangla News: অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তারা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।
বসিরহাটঃ বসিরহাটে এবার কেদারনাথের আদলে তৈরি হল কেদারনাথ মন্দির। আর এই মন্দির ঘুরে যেতে পারেন যে কোনও দিন। ইচ্ছে থাকলেও হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথে অনেকেই টাকার অভাব আবার কেউ সময়ের অভাবে যেতে পারেন না।
পাশাপাশি হিমালয়ের বুকে এই মন্দির কয়েক মাসের জন্য বন্ধও থাকে। সেই জন্য অনেক ভক্তরা চাইলেও কেদারনাথ মন্দিরের দর্শন পান না। তাঁরা এবার সীমান্ত শহর বসিরহাটে গড়ে ওঠা এই এক টুকরো কেদারনাথ কিছুটা হলেও আপনার স্বাদ পূরণ করবে।
advertisement
advertisement
একই আদল, একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে বুঝি কেদারনাথ মন্দিরে এসেছেন। বসিরহাট শহরের ১৫ নং ওয়ার্ডে এই মন্দির স্থাপিত হয়েছে। উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকার কয়েকজন যুবক হিমালয়ের বুকে উত্তরাখন্ডে কেদারনাথে গিয়ে এই মন্দির তৈরির মনবাসনা করেন।
বাড়ি ফিরেই এই মন্দির তৈরি শুরু করেন উদ্যোক্তারা। এই মন্দির দেখতে হিমালয়ের বুকে গড়ে ওঠা কেদারনাথের মত হলেও আকারে অত বড় নয়। স্থানীয়দের যৌথ সহায়তায় নিত্য পুজো থেকে শুরু করে ভোগ, সবই হয় এখানে। সব মিলিয়ে বসিরহাটে গড়ে ওঠা এই কেদারনাথ মন্দিরে ভক্তদের সমাগমও বাড়ছে নিয়মিত।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Bangla News: আর যেতে হবে না কেদারনাথে! সাধ্যের মধ্যে মনের বাসনা পূরণ এবার বসিরহাটেই