North 24 Parganas News: বাজি হাব তৈরির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক চৌবেড়িয়ায়
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাজিহাব তৈরি হলে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় চৌবেড়িয়ায় পরিবেশবান্ধব বাজি হাব তৈরি করতে দিতে রাজি নয় এলাকাবাসী
উত্তর ২৪ পরগনা: চৌবেড়িয়ায় তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব বাজি হাব। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কে ভুগছে স্থানীয়রা। এগরা, দত্তপুকুর, বজবজের বাজি বিস্ফোরণ কাণ্ডের ছবি বারবার ভেসে উঠছে চোখের সামনে। আর তাতেই আরও যেন আতঙ্ক জাঁকিয়ে বসছে এলাকাবাসীর মনে। প্রশাসনকে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এই দাবি নিয়ে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।
বনগাঁ মহকুমার চৌবেড়িয়ায় একটি বাজি হাব তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফ থেকে। ওই এলাকায় জেলা পরিষদের অধীনে থাকা ৮ একর জমিতে পরিবেশ বান্ধব বাজি হাব তৈরি করা হবে বলে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জমিটি ইতিমধ্যেই রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরকে হস্তান্তরও করা হয়েছে। এই বাজি হাবে সুরক্ষিতভাবে তৈরি করা হবে পরিবেশ বান্ধব সবুজ বাজি। চৌবেড়িয়ার বাজি হাবের তৈরি সবুজ বাজি বিক্রি করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।
advertisement
advertisement
বাজির প্রতি মানুষের আগ্রহের কথা মাথায় রেখেই পরিবেশবান্ধব এই বাজি কারখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশেষ করে বাজি ব্যবসার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত থাকায় আইন-কানুনে বেঁধে গ্রিন ফায়ার ক্র্যাকার তৈরির এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, হাবটি তৈরির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ডিপিআর তৈরির কাজ চলছে। আগামী বছর উৎসবের মরশুম থেকে হাবটি পুরোপুরি চালু হবে বলে মনে করা হচ্ছে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমত আতঙ্কিত গ্রামের মানুষজন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে বাজি কারখানা হতে দেওয়া যাবে না। তাঁরা কারখানা তৈরির পক্ষে, কিন্তু বাজি কারখানার পক্ষে নয় বলে জানান। এই এলাকায় হোক অন্য কোনও শিল্পের কারখানা তৈরীর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপরও যদি প্রশাসন বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথাও ভাবছেন বলে জানান তাঁরা।
advertisement
এখন দেখার স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে পড়ে শেষ পর্যন্ত চৌবেড়িয়ায় বাজি হাব গড়ে ওঠে কিনা। নাকি প্রশাসন এলাকাবাসীর সঙ্গে আলোচনায় বসে।
রুদ্রনারায়ণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 04, 2023 5:20 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাজি হাব তৈরির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক চৌবেড়িয়ায়









